অপ্রতিরোধ্য হয়ে উঠছে অস্ট্রেলিয়ার দাবানল, মহাকাশ থেকে স্যাটেলাইটে ধরা পড়ল ধ্বংসের ছবি

Published : Jan 04, 2020, 02:39 PM ISTUpdated : Jan 04, 2020, 02:59 PM IST
অপ্রতিরোধ্য হয়ে উঠছে অস্ট্রেলিয়ার দাবানল, মহাকাশ থেকে স্যাটেলাইটে ধরা পড়ল ধ্বংসের ছবি

সংক্ষিপ্ত

  গত নভেম্বর থেকে জ্বলছে অস্ট্রেলিয়ার বিস্তৃর্ণ বনাঞ্চল সবথেকে খারাপ অবস্থা নিউ সাউথ ওয়েলসের ধোঁয়া দেখা যাচ্ছে নিউজিল্যান্ড থেকেও নাসার উপগ্রহ চিত্রেও ধরা পড়ল দাবানলের ভয়াবহতা  

মার্কিন মহাকাশ সংস্থার নাসার উপগ্রহে চিত্রে এবার ধরা পড়ল অস্ট্রেলিয়ার বিধ্বংসী দাবানলের ছবি। গতবছর নভেম্বর মাস থেকে জ্বলছে নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ার বনাঞ্চল। ক্রমেই তা ভয়াবহ আকার ধারণ করছে। 

বনভূম ও ঘর-বাড়ি সহ সবই গ্রাস করে নিচ্ছে এই আগুন। সিডনির কাছেও চলে এসেছে আগুনের লেলিহান শিখা। ধোঁয়ায় শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বর্ষবরণের রাতেই দাবানলের কারণে ঘরছাড়া হয়েছেন হাজার হাজার অস্ট্রেলিয়বাসী। উপকূলীয় এলাকায় উদ্বাস্তুদের মতই দিন কাটাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন : দিল্লিতে সন্ত্রাসবাদী হামলায় হাত ছিল সোলেমানির, চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

এই নিয়ে তৃতীয়বার নিউ সাউথ ওয়েলস রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করতে হল প্রশাসনকে। গত ছয় সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার দাবানলকে কাছ থেকে দেখেছেন সিজনির ফটোজার্নালিস্ট ম্যাট অ্যাবোট। নতুন বছরের শুরুতেই দাবালনের এই ভয়াবহতা আগে দেখা যায়নি বলে জানাচ্ছেন তিনি। 

আরও পড়ুন : নিজের কন্যাকে শ্লীলতাহানি, চিকিৎসক বাবার দিকে অভিযোগের তির খোদ ডাক্তার স্ত্রীর

নাসার উপগ্রহেও ধরা পড়েছে অস্ট্রেলিয়ার দাবানলের ভয়ঙ্কর ছবি। এই দাবানল পৃথিবীর জলবায়ুর পরিবর্তন ডেকে আনছে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। পৃথিবীতে বাড়ছে কার্বন মনোক্সাইডের পরিমাণ। 

 

 

নাসার ২৬টি উপগ্রহ প্রায় ৯০০টি ছবি পাঠিয়েছে। গতবছর ভয়াবহ খরার কবলে পড়েছিল অস্ট্রেলিয়া। তারপর এই দাবানল। ইতিমধ্যে নিউ সাউথ ওয়েলসের ১০ হাজার স্করায় মাইল এলাকা জ্বলছে বলে নাসার উপগ্রহচিত্রে ধরা পড়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে সেই ধোঁয়া ছড়াচ্ছে নিউজিল্যান্ডের দিকেও। 
 

PREV
click me!

Recommended Stories

হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদকে নিকেশ করল ইজরায়েল, বড় তথ্য দিল সেনা
৪০ মিনিট অপেক্ষার পরও দেখা হলো না রুশ প্রেসিডেন্টের সঙ্গে, পুতিনের ওপর চটলেন শাহবাজ শরিফ