'মানবিক করিডর' তৈরি করে সরানো হবে সাধারণ নাগরিকদের, রাজি রাশিয়া ও ইউক্রেন

দ্রুত তৃতীয় পর্যায়ের বৈঠকে বসবে দুই দেশ। ইউক্রেনের প্রতিনিধিদের উদ্ধৃত করে এমনটাই জানাল সংবাদসংস্থা এএফপি।

রাশিয়া (Russia) ও ইউক্রেনের (Ukraine) প্রতিনিধি দলের দ্বিতীয় দফার বৈঠক (Ukraine Russia Talk) শেষ। বৃহস্পতিবার অর্থাৎ ৩ মার্চ বেলারুশে (Belarus) তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকে ‘মানবিক করিডর’ (Humanitarian Corridor) তৈরি করে  সাধারণ নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ। তবে সার্বিকভাবে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় কোনও রফাসূত্র বেরোয়নি। সেই কারণে এবার তৃতীয় পর্যায়ের বৈঠকে বসবে দুই দেশ। খুব শীঘ্রই সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে। 

বৈঠক শেষে এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক (Mykhailo Podolyak) জানান, দ্বিতীয় দফার বৈঠক শেষ। এবারও আশানুরূপ কোনও ফল পাওয়া যায়নি। তবে দেশের সাধারণ নাগরিকদের মানবিক করিডোর করে সরিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সম্মত হয়েছে দুই দেশই। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে পড়া মানুষের জন্য ওষুধ ও খাবার সরবরাহের বিষয়টিও নিশ্চিতে সম্মত হয়েছে। কিছু নির্দিষ্ট এলাকায় অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে ইউক্রেনের তরফে। এনিয়ে আগামীদিনে আবারও আলোচনার টেবিলে বসবে দুই দেশ।

Latest Videos

আরও পড়ুন- 'ইউক্রেনের জন্য আরও খারাপ সময় আসছে', আশঙ্কা ফ্রান্সের প্রেসিডেন্টের

রাশিয়া এক সপ্তাহ আগে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথম দুই দেশ কোনও বিষয়ে একধরনের সমঝোতায় পৌঁছল। যদিও ইউক্রেনের উপদেষ্টা পোদোলিয়াক জানিয়েছেন, কিয়েভ যতটা আশা করেছিল ততটা ফল বৈঠক থেকে আসেনি। তিনি বলেন, "একমাত্র যে বিষয়টি আমি বলতে পারি তা হচ্ছে, আমরা মানবিক বিষয়গুলো নিয়ে সবিস্তারে আলোচনা করেছি। কারণ, এখন বেশ কিছু শহর ঘেরাও হয়ে আছে। চিকিৎসা, খাবার এবং মানুষজনকে সরানো নিয়ে এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে।"

আরও পড়ুন- '১০০ মিটার দূরেই বিস্ফোরণ', ভয়ঙ্কর পরিস্থিতি, পায়ে হেঁটেই খারকিভ ছাড়েন বহু ভারতীয়

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের কথা ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকেই ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালাতে শুরু করে রুশ সেনা। মিসাইল, গুলি কোনও কিছুই বাদ যায়নি। ইতিমধ্যেই ইউক্রেনের একাধিক শহর রাশিয়ার দখলে চলে গিয়েছে। আর শহরের মধ্যে ঢুকে তাণ্ডব চালাচ্ছে রুশ সেনা। এই হামলার জেরে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। এমনকী, রাশিয়ার মিসাইল হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ারও। এই পরিস্থিতিতে কয়েক দিন আগেও বৈঠকে বসেছিল রাশিয়া ও ইউক্রেন। কিন্তু, সেই বৈঠকে কোনও রফাসূত্র বের হয়নি। তারপর বৃহস্পতিবার ফের আলোচনার টেবিলে বসে দুই দেশ। সেখানে আলোচনার পর 'মানবিক করিডর' তৈরিতে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। তবে দেশে শান্তি ফেরানো নিয়ে কিয়েভ যতটা আশা করেছিল ততটা পূরণ হয়নি। সেই কারণে শীঘ্রই আবার তৃতীয় বার বৈঠকে বসবে দুই দেশের প্রতিনিধিরা।  

আরও পড়ুন- রাশিয়ান মহাকাশযান থেকে মুছে গেল আমেরিকা-জাপান-ব্রিটেনের পতাকা, রইল ভারতের তেরঙা পতাকা

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today