'ইউক্রেনের জন্য আরও খারাপ সময় আসছে', আশঙ্কা ফ্রান্সের প্রেসিডেন্টের

আজ অষ্টম দিনে পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সংবাদ সংস্থা সূত্রে খবর, ম্যাক্রন মনে করছেন, ইউক্রেনে সবথেকে খারাপ সময়টা এবার হয়তো আসতে চলেছে। প্রেসিডেন্ট পুতিনের মতে, আলোচনার নাম করে খালি সময় নেওয়া হচ্ছে। আর পুতিন তাঁর লক্ষ্য পূরণে এখনও অবিচল।

"ইউক্রেনের (Ukraine) জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে"। রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ফোনে কথার বলার পর এই আশঙ্কা প্রকাশ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট (French President) ইমানুয়েল ম্যাক্রন (Emmanuel Macron)। পুতিনের সঙ্গে প্রায় ৯০ মিনিট কথা বলেন তিনি। তারপরই একের পর এক আশঙ্কার কথা শোনান। সমগ্র ইউক্রেনই (Ukraine-Russia Conflict) দখল করার চেষ্টা করছেন পুতিন। একথাও জানিয়েছেন তিনি। 

এক ফরাসি নেতা রাশিয়া-ফ্রান্সের কথোপকথন প্রসঙ্গে বলেন, "পুতিন যা বলেছেন সেই বিষয়কে মাথায় রেখে ফ্রান্সের প্রেসিডেন্ট আশঙ্কা করছেন যে ইউক্রেনের জন্য আরও খারাপ সময় আসতে চলেছে। আশস্ত করার মতো কিছুই বলেননি পুতিন। শুধুমাত্র এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পুতিন একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। আসলে তিনি গোটা ইউক্রেন দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। যতক্ষণ না পর্যন্ত সেখান থেকে নাৎসি প্রভাবকে উৎখাত করতে পারছেন ততক্ষণ এই যুদ্ধ চালিয়ে যাবেন বলে ফোনে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন।" পুতিনের এই মন্তব্য কতটা ভয়ঙ্কর তা সাফ করে দিয়েছেন ফ্রান্সের ওই নেতা। আর থেকেই স্পষ্ট যে আগামীদিনগুলি ইউক্রেনের জন্য আরও ভয়ঙ্কর হতে চলেছে। 

Latest Videos

আরও পড়ুন- '১০০ মিটার দূরেই বিস্ফোরণ', ভয়ঙ্কর পরিস্থিতি, পায়ে হেঁটেই খারকিভ ছাড়েন বহু ভারতীয়

এদিকে আজ অষ্টম দিনে পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সংবাদ সংস্থা সূত্রে খবর, ম্যাক্রন মনে করছেন, ইউক্রেনে সবথেকে খারাপ সময়টা এবার হয়তো আসতে চলেছে। প্রেসিডেন্ট পুতিনের মতে, আলোচনার নাম করে খালি সময় নেওয়া হচ্ছে। আর পুতিন তাঁর লক্ষ্য পূরণে এখনও অবিচল।

আরও পড়ুন- রাশিয়ান মহাকাশযান থেকে মুছে গেল আমেরিকা-জাপান-ব্রিটেনের পতাকা, রইল ভারতের তেরঙা পতাকা

এই হামলার জেরে বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। সেই কারণে যাতে সাধারণ মানুষকে এই পরিস্থিতির বলি হতে না হয় সেই বিষয়ে দেখার জন্য পুতিনকে অনুরোধ করেছেন ম্যাক্রন। যদিও সেক্ষেত্রেও আশ্বস্ত হওয়ার মতো কিছুই বলেননি পুতিন। শুধুমাত্র তিনি জানিয়েছেন, সাধারণের মৃত্যু হোক তা তিনিও চান না তবে এই বিষয়ে কোনও প্রতিশ্রুতি দিতে পারছেন না।

আরও পড়ুন- ইউক্রেন থেকেই পঞ্চায়েত প্রধানের কাজ সামলাচ্ছেন ডাক্তারি পড়ুয়া, ভাইরাল ভিডিও নিয়ে শুরু চর্চা

কিন্তু কেন এই ইউক্রেনের উপর এই বিধ্বংসী অভিযান? রাশিয়ার মতে, এটি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান। এদিকে সামগ্রিক পরিস্থিতিতে ইউক্রেন থেকে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়ার জন্য শরণার্থীর সংখ্যা ক্রমে বাড়ছে। তবে ইউক্রেনে সেনা ও সাধারণ মানুষ এখনও কার্যত চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিকে প্রেসিডেন্ট ম্যাক্রন ফরাসিদের জানিয়ে দিয়েছেন, রাশিয়া মিথ্যা কথা রটিয়ে দিয়ে একা, একগুঁয়েভাবে যুদ্ধ করে চলেছে। তবে পুতিন ফ্রান্সের এই বক্তব্যের সঙ্গে একমত নয়। রাশিয়া যাই বলুক, ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বাধীনতা, আর সাহসের প্রতীক হিসাবেই দেখছে ফ্রান্স।

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya