কানে বাজছে রণডঙ্কা, প্রাণ হাতে করে দীর্ঘপথ হেঁটে ইউক্রেন সীমানা পার ৪০ ভারতীয় পড়ুয়ার

Published : Feb 25, 2022, 07:37 PM IST
কানে বাজছে রণডঙ্কা, প্রাণ হাতে করে দীর্ঘপথ হেঁটে ইউক্রেন সীমানা পার ৪০ ভারতীয় পড়ুয়ার

সংক্ষিপ্ত

যুদ্ধ আবহে বর্তমানে ইউক্রেনে পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আকাশপথ। বাতিল হয়েছে সমস্ত উড়ান। এমতাবস্থায় সেদেশে থাকা ছাত্রছাত্রীদের নিরাপদে বাড়ি পাঠাতে প্রতিবেশী দেশের সাহায্য নিচ্ছে ইউক্রেন।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের(Ukraine-Russia war) মধ্যেই ক্রমশ উদ্বেগ বাড়ছে ভারতেও। সেদেশে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে ইতিমধ্যেই মাঠে নেমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Prime Minister Narendra Modi)। কিন্তু তারমধ্যেও দেখা গেল উদ্বেগজনক চিত্র। দেশে ফেরার জন্য মুখিয়ে রয়েছে সেদেশে থাকা ভারতীয় ছাত্র-ছাত্রীরা। এদিকে ইউক্রেন থেকে আন্তর্জাতিক সীমানা ধরে সেদেশের বাইরে যেতে অন্যতম প্রধান রাস্তা রয়েছে পোল্যান্ড বর্ডারের(Polish border) কাছে। শেষ পাওয়া খবর অনুযায়ী বর্তমান সেখানেই প্রায় ৮ কিলোমিটার রাস্তা হেঁটে পৌঁছেছেন প্রায় ৪০ জন ভারতীয় পড়ুয়া। সূত্রের খবর, তারা প্রত্যেকেই পোল্যান্ডের সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরে লভিভের একটি মেডিকেল কলেজে পড়াশোনা করে। কিন্তু বর্তমানে সেই জায়গাতেও হানা দিয়েছে রাশিয়ান সেনা। তারপরই তাদের হোস্টেল থেকে সরানোর বিষয়ে উদ্যোগী হয় কলেজ কর্তৃপক্ষ।

 এদিকে যুদ্ধ আবহে বর্তমানে ইউক্রেনে পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আকাশপথ। বাতিল হয়েছে সমস্ত উড়ান। এমতাবস্থায় সেদেশে থাকা ছাত্রছাত্রীদের নিরাপদে বাড়ি পাঠাতে প্রতিবেশী দেশের সাহায্য নিচ্ছে ইউক্রেন। প্রতিবেশী দেশের আকাশপথই উদ্ধারকাজের জন্য ব্যবহার করা হচ্ছে। আর সেই কারণেই লভিভের ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাসে করে এদিন পোল্যান্ড সীমানায় নামিয়ে দিয়ে যায় ভারতীয় পড়ুয়াদের। বর্তমানে ইউক্রেনে প্রায় ১৬ হাজার ভারতীয় রয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই ছাত্র। এদিকে এই সমস্ত ভারতীয়ের দুরবস্থার ছবিই গতকাল থেকে ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। রাশিয়ান সেনা বাহিনীর বোমা হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলার হাত থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছেন ভূগর্ভস্থ মেট্রো স্টেশন, কেউ আশ্রয় নিয়েছেন বেসমেন্ট,হোস্টেলের বাঙ্কারেও। সেই সমস্ত ছবিই বর্তমানে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- পুরভোটের আবহে তপ্ত বাংলার মাটি, শেষ দিনের প্রচারে বড় চমক একাধিক জেলায়

আরও পড়ুন- ভোর রাতে হঠাৎ শুরু বোমাবর্ষণ, প্রাণ বাঁচাতে হোস্টেলের বাঙ্কারে আশ্রয় হাওড়ার ডাক্তারি পড়ুয়ার

শেষ পাওয়া আপডেট বলছে বর্তমানে রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনেই দুই দেশের সেনার মধ্যে সবথেকে বেশি লড়াই চলছে। এদিকে বিদেশীদের সাহায্যর্থে ইতিমধ্যেই সেদেশের পররাষ্ট্র মন্ত্রক পশ্চিম ইউক্রেনের লভিভ এবং চেরনিভতসিতে ক্যাম্প অফিস খুলেছে। পোল্যান্ডে যাওয়া ভারতীয় ছাত্রদের সাহায্য করার জন্য এই ক্যাম্প অফিসগুলিতে আরও সংখ্যক রাশিয়ান-ভাষী কর্মকর্তাদেরও পাঠিয়েছে। ইতিমধ্যেই একদল ছাত্র ইউক্রেন-রোমানিয়া সীমান্তে চলে গিয়েছে বলে জানা যাচ্ছে।অন্যদিকে উদ্ধারকাজ সুষ্ঠভাবে পরিচালনের জন্য একাধিক ব্যবস্থা করেছে ইউক্রেন সরকার। সেখান থেকে ইতিমধ্যেই দুটি চার্টার্ড ফ্লাইট শুক্রবার বুখারেস্টের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে আরও একটি ফ্লাইট আগামীকাল বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা হবে বলে খবর।
 

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
ইন্দোনেশিয়ার জাকার্তার বহুতলে বিধ্বংসী আগুন, দুর্ঘটনায় মৃত অন্তত ২০ জন