ইউক্রেন- রাশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝে পুতিনকে শান্তির পথে আসার উপদেশ তালিবানদের

ইউক্রেনে যুদ্ধের সাইরেন বাজিয়ে দিয়েছে রাশিয়া। ভয়ে আতঙ্কে দিন কাটছে ইউক্রেনের বাসিন্দাদের। প্রাণে বাঁচতে দেশ ছেড়ে পালতে উদ্যোগী হয়েছে অনেকেই। ইতিমধ্যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ নিহত হয়েছেন ইউক্রেনের শতাধিক সৈনিক, আহত হয়েছেন আরও অনেকে। এরই মাঝে রাশিয়াকে অস্ত্র ফেলে আলোচনায় আসার উপদেশ দিল তালিবানরা। 
 

মাত্র কয়েক মাস আগের ঠিক একইরকমভাবে প্রতিবেশি দেশ আফগানিস্তানের (Afghanistan) উত্তপ্ত চেহারা দেখেছিল গোটা বিশ্ব। আমেরিকা আফগানিস্তান থেকে তাঁদের সৈন্য ফিরিয়ে নেওয়ার পর থেকেই সেখানকার তৎকালীন সরকারের বিরুদ্ধে বলপ্রয়োগ করতে শুরু করে তালিবানরা (Talibanes)। পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানে। দেশ ছেড়ে পালাতে উদ্যোগী হয় অসংখ্য মানুষ। তালিবানি অত্যাচারের ভয়ে যে কোনও উপায়ে আফগানিস্তান (Afghanistan) ছাড়তে রাজি ছিল সেখানকার মানুষ। প্রকাশ্যে গুলি বর্ষণ থেকে শুরু করে বোমা বিস্ফোরণ এরম একাধিক নির্মম দৃশ্যের সম্মুখীন হতে হয়েছিল আফগানিস্তানবাসীকে। যদিও তালিবান সরকার জানিয়েছিল তাঁরা হিংসা চায় না। এবার আবার আর এক দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে রাশিয়া (Russia)। বর্তমানে সেখানে আটকে ভিন দেশের বিভিন্ন মানুষ। আতঙ্কে, আশঙ্কায় দিন কাটছে তাঁদের। সেই দেশের পশ্চিমাংশে জারি করা কার্ফু। 
 
শুক্রবার ইউক্রেনের রাজধানীতে একটি বহুতল আপ্যার্টমেন্টে রকেট আঘাত হেনেছে রাশিয়া (Russia)। পাশাপাশি একাধিক বোমাবর্ষণ এবং রুশ সেনার লাগাতার আক্রমণে ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে। এবার রাশিয়াকে শান্তির পথে হাঁটার পরামর্শ দিল আফগানিস্তানের তালিবান সরকার (Talibanes Govt)। একটি বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছে তাঁরা। অন্যান্য দেশের মোট সে দেশে আটকে রয়েছে আফগানিস্তানের পড়ুয়া (Afghani Students)।  তাঁদের নিয়ে রীতিমত চিন্তিত আফগানিস্তান সরকার (Afghanistan Govt)।  সেই কারণেই রাশিয়াকে হিংসার পথ ছেড়ে এবার শান্তির পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে খোদ আফগানিস্তানের তালিবান সরকার (Talibanes Govt)। 

আরও পড়ুন- 'একা লড়তে হচ্ছে, শক্তিশালী দেশ দূর থেকে দেখছে', হতাশার সুর ইউক্রেনের প্রেসিডেন্টের গলায়

Latest Videos

আরও পড়ুন- 'ইউক্রেনে আটকে যাওয়া ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টায় মমতা', প্রচারের শেষদিনে বার্তা জ্যোতিপ্রিয়-র

আরও পড়ুন- আটকে থাকা ভারতীয়দের জন্য সুখবর, উদ্ধার করতে ইউক্রেনে ২টি বিমান পাঠাচ্ছে কেন্দ্র

 

 

কী বলা হয়েছে তালিবানের বিবৃতিতে?

আফগানিস্তানের (Afghanistan) তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে স্পষ্ট বলে হয়েছে যে, 'ইউক্রেনের পরিস্থির উপর কড়া নজর রাখছে আফগানিস্তান (Afghanistan)। মানুষের মৃত্যু নিয়ে চিন্তিত আফগানিস্তান সরকার (Afghani Govt)। এক্ষেত্রে দুপক্ষকেই যুদ্ধ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে আফগানিস্তান সরকার (Afghani Govt)।  কারোরই হিংসার পথ বেছে নেওয়া উচিত নয়। আফগানিস্তান সরকার (Afghani Govt) চাইছে দু দেশই অস্ত্র ফেলে শান্তির পথ বেছে নিক, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুক। 

পাশাপাশি আফগানিস্তান সরকার (Afghani Govt) এ ও জানিয়েছে যে, 'রাশিয়া- ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে আফগানিস্তান (Afganistan) প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করবে না। কারণ তাঁদের বিদেশনীতি অনুসারে এক্ষেত্রে তাদের অবস্থান নিরপেক্ষ। আফগানিস্তান (Afghanistan) চায় দুই দেশই হিংসার পথ ভুলে আলোচনায় বসুক এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করুক।  একইসঙ্গে এই বিবৃতিতে জানানো হয়েছে যে, 'বর্তমানে ইউক্রেনে আটকে রয়েছে আফগানিস্তানের পড়ুয়ারা যা নিয়ে চিন্তায় রয়েছে আফগানিস্তান সরকার (Afghanistan Govt)। তাই দুই দেশকেই আফগান নাগরিকদের নিরাপত্তা প্রদান করার অনুরোধ জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার (Talibenes Govt)।  
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News