পরপর টর্নেডোর ধাক্কা কাবু আমেরিকা, তছনছ একাধিক শহর, মৃতের সংখ্যা বেড়ে হল ২২

Published : Apr 02, 2023, 10:58 AM IST
tornado

সংক্ষিপ্ত

ইতিমধ্যেই একাধিক এলাকায় জরুরি অবস্থা জারি করেছে সে দেশের প্রশাসন। মাত্র দু'দিনের মৃতের সংখ্যা ২২ ছুঁয়েছে। এখনও ভেঙে পড়া বাড়ির তলায় চাপা পড়ে রয়েছে অনেকে।

সপ্তাহ খানেকের ব্যবধানে ফের আমেরিকায় আছড়ে পড়ল ভয়াবহ টর্নেডো। লন্ডভন্ড একাধিক শহর। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। আমেরিকার আরকানসাস, আলবামা, মিসিসিপি-সহ একাধিক শহরে তাণ্ডব চালিয়েচ্ছে টর্নাডো। সেই দেশের আবহাওয়া দফতর সূত্রে খবর গত শুক্রবার থেকে কমপক্ষে ৫০টিরও বেশি টর্নেডো ধেয়ে এসেছে আমেরিকার নানা শহরে। ভেঙে পড়েছে শয় শয় বাড়ি। এখনও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে বহু মানুষ। শনিবারও সারাদিন চলেছে ঝড়বৃষ্টি। ইতিমধ্যেই একাধিক এলাকায় জরুরি অবস্থা জারি করেছে সে দেশের প্রশাসন। মাত্র দু'দিনের মৃতের সংখ্যা ২২ ছুঁয়েছে। এখনও ভেঙে পড়া বাড়ির তলায় চাপা পড়ে রয়েছে অনেকে।

ভয়াবহ টর্নেডোর ধাক্কায় কার্যত ধ্বংসস্তুপে পরিনত হয়েছে আমেরিকার একের পর এক শহর। আরকানসাস, আলবামা, ইন্ডিয়ানার মতো কমপক্ষে সাতটি প্রদেশ ক্ষতিগ্রস্ত। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দু'দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২-এ। ঝড়ের দাপটে একের পর বাড়ি, আবাসন উড়ে গিয়েছে বলে জানাচ্ছে প্রত্যক্ষদর্শীরা।

এর আগে গত সপ্তাহেই টর্নেডোর ধাক্কা সামলেছিল আমেরিকা। সিমিসিপির পশ্চিম প্রান্তে সিলভার সিটিতে টর্নেডো আছড়ে পড়ে। এই এলাকায় ২০০ জনের মত নাগরিকের বাস। টর্নেডোর আঘাতের পরই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করে। তবে এখনও পর্যন্ত চার জনের কোনও সন্ধান পাওয়া যায়নি। মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছেন ত্রাণ বিলির কাজ শুরু হয়েছে। উদ্ধারকাজও চলছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে এই বিভাগ জানিয়েছে, মৃত্যুর ঘটনা আরও বাড়তে পারে।

সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছেন ১৭০০ জনের বাসবাসের একটি এলাকা রোলিং ফর্ক। সেখানেও টর্নডো আঘাতহানে। অনুসন্ধান ও উদ্ধাকরারী দল সাহায্যের জন্য বেরিয়ে পড়েছে।

ইতিমধ্যেই ভয়ঙ্কর টর্নেডোর কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বলা হয়েছে এমন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আগে সেখানে দেখা যায়নি। এক নেটিজেন জানিয়েছেন এমন ঝড় তিনি আগে দেখেননি। বেশ কিছু জনবসতি এলাকায় সম্পর্ণ বিলুপ্ত হয়েছে মাত্র কয়েক ঘণ্টার প্রাকৃতিক দুর্যোগে। তিনি জানিয়েছেন তাঁর এক আত্মীয়ের বাড়ির আর কোনও অস্তিত্ব নেই। বাড়িতে সম্পূর্ণ ভেঙে পড়েছে।

আরও পড়ুন - 

টর্নেডো লন্ডভন্ড করে দিল মার্কিন শহরকে, মৃত্যুর সংখ্যা ২৩ পার করেছে - দেখুন তাণ্ডবের ছবি

আজই গ্রেফতার হতে পারেন ট্রাম্প, ক্রমেই জটিল হচ্ছে স্টর্মি ড্যানিয়েলস বিতর্ক

আমেরিকায় ফের গুলি, স্কুলে হামলা চালিয়ে তিন শিশুকে মেরে ফেলল হামলাকারী

PREV
click me!

Recommended Stories

মার্কিন মুলুকে গিয়ে সন্তান প্রসবের ইচ্ছা! ভারতীয় পর্যটকদের জন্য ভিসা নীতিতে বদল ট্রাম্প সরকারের
মার্কিন ট্যুরিস্ট ভিসা: ভারতীয়দের জন্য বড় ধাক্কা, বার্থ-ট্যুরিজমে কড়াকড়ি