Murder Case: ব্যাটারি, স্ক্রু আর নেলপালিশের রিমুভার খাইয়ে খুন! ছোট্ট সন্তানকে সরিয়ে দিল বাবার প্রেমিকা, দেখুন ভিডিও

২০ বছর বয়সি আলেসিয়ার সঙ্গে সম্পর্ক ছিল বেইলি জেকোবি-র । কিন্তু, অ্যালেসিয়ার ধারণা হয়েছিল যে, তাঁর আর জেকোবি সম্পর্কের মধ্যে বাড়াবার বাধা হচ্ছে জেকোবির দেড় বছর বয়সি শিশুকন্যা আইরিশ অ্যালফেরা।

Sahely Sen | Published : Jan 15, 2024 8:08 AM IST

নিজের প্রেমিকের মাত্র ১৮ মাস বয়সি শিশুকন্যাকে নৃশংসভাবে খুন করলেন ২০ বছর বয়সি তরুণী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকার পেনসিলভেনিয়া প্রদেশে। অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়েছে। আদালতে মামলা ওঠার পরেই এই ঘটনা প্রকাশ্যে এসেছে।


পুলিশ সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত তরুণীর নাম অ্যালেসিয়া ওয়েনস (Aleisia Owens)। ২০ বছর বয়সি আলেসিয়ার সঙ্গে সম্পর্ক ছিল বেইলি জেকোবি-র (Bailey Jacoby)। কিন্তু, অ্যালেসিয়ার ধারণা হয়েছিল যে, তাঁর আর জেকোবি সম্পর্কের মধ্যে বাড়াবার বাধা হচ্ছে জেকোবির দেড় বছর বয়সি শিশুকন্যা আইরিশ অ্যালফেরা। তাই প্রেমিকের মেয়েকে খুন করে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অ্যালেসিয়া। আদালতে সরকারি আইনজীবী জানিয়েছেন যে, ২০২৩ সালের ২৫ জুন ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড চালিয়েছেন অ্যালেসিয়া। 
-



তাঁর প্রেমিক বেইলি জেকোবি যখন বাড়িতে ছিলেন না, তখন সেই সুযোগেই শিশুটিকে নৃশংসভাবে খুন করার প্রস্তুতি নেয় তরুণী। অন্য জায়গা থেকে  জেকোবি নিজের নিউ ক্যাসেলের বাড়িতে ফিরে এসে দেখেন তাঁর ছোট্ট শিশুকন্যা আইরিশ অচেতন অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছে। তাড়াতাড়ি তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করান শিশুর বাবার। কিন্তু, তার চার দিন পরে মাল্টিপল অর্গ্যান ফেলিয়োর হয়ে মৃত্যু হয় আইরিশের। 



-

দেহ ময়নাতদন্ত করে তদন্তকারীরা বুঝতে পারেন  যে, শিশুর রক্তে রয়েছে বিষাক্ত এক ধরনের কেমিক্যাল। যা আসলে নেলপলিশের রিমুভার। এখানেই শেষ নয়, শিশুটির মৃত্যুর কয়েক মাস আগে বোতামের আকৃতির ব্যাটারি, স্ক্রু খাওয়ানো হয়েছিল বলে পরীক্ষায় ধরা পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা অস্বীকার করলেও অ্যালেসিয়ার ফোনই তাঁকে ধরিয়ে দেয় তদন্তকারীদের হাতে। দেখা যায়, ওই খুনের আগে বেশ কিছুদিন ধরে ইন্টারনেটে তিনি এমন পদার্থ খুঁজছিলেন , যা মানব শরীরে বিষের মতো কাজ করবে। হৃদয়বিদারক এই হত্যাকাণ্ডের জন্য আদালতের কাছে অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন সরকারি আইনজীবী হেনরি।
 

Latest Videos

 

 

Share this article
click me!

Latest Videos

'ষড়যন্ত্র করে আমাকে গ্রেফতার করা হয়েছিল' জেল থেকে ছাড়া পেয়েই পাল্টা অভিযোগ Kalatan Dasgupta-র
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'মমতা কাছে বাংলাকে স্বাধীন ঘোষণার অনুরোধ জসীমউদ্দিনের' আশঙ্কা প্রকাশ করে দেখুন কী বললেন সুকান্ত
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল