প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ও রিপাব্লিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যুক্তি ব্যক্তি পাকিস্তানি। নিউইয়র্ক থেকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে যোগ রয়েছে ইরানেরও। মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বলেও দাবি করেছে মার্কিন প্রশাসন। গতমাসেই আসিফ মার্চেন্ট নামের ওই ব্যক্তিকে এফবিআই গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট এই কথা জানিয়েছে। তবে গত মাসে পিনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর হামলায় এই ব্যক্তির কোনও যোগ ছিল না বলেও দাবি এফবিআই-এর।
সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, গত জুন মাসেই পাকিস্তান থেকে নিউইয়র্কে গিয়েছিলেন আসিফ। তাঁর মূল উদ্দেশ্য ছিল আমেরিকার রাজনৈতিক হত্যার জন্য ভাড়াটে খুনির ব্যবস্থা করা। নিউউয়র্কে কয়েকজনের সঙ্গে দেখা করেছিল আসিফ। আমিরেকায় গোয়েন্দা জানিয়েছে, যাদের সঙ্গে আসিফ দেখা করেছিল তাদের মধ্যে ছিল সাদা পোশাকের গোয়েন্দাও। সেই তথ্যের ওপর ভিত্তি করেই আসিফকে গ্রেফতার করা হয়েছে।
মার্কিন গোয়েন্দা সূত্রের খবর, সেই সময় থেকেই আসিফের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। আসিফই ভাড়াটে খুনির ছদ্মবেশে থাকা গোয়েন্দাদের জানান, পাকিস্তানে ফিরছে। সে বলেছিল, অগস্ট বা সেপ্টেম্বরে আবার তাঁদের সঙ্গে যোগাযোগ করবে। কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা করতে হবে, সেটি তখনই জানিয়ে দেওয়া হবে।
আসিফের আমেরিকা ছাড়ার পরিকল্পনার কথা জানতে পেরেই জুলাই মাসেই তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। তবে কোন কোন রাজনৈতিক ব্যক্তিকে হত্যার ছক কষেছিল আসিফ তা অবশ্য নেই গোয়েন্দাদের জমা দেওয়া নথিতে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।