চাইলেই যেতে পারবেন না আমেরিকা, এই দুই রোগ থাকলে ভিসা বাতিল করছে ট্রাম্প সরকার

Published : Nov 08, 2025, 08:18 AM IST

USA New Visa Policy: ভিসা নিয়ে ডামাডোল যেন কিছুতেই থামছে না আমেরিকায়। এবার ভিসা আবেদনের ক্ষেত্রে নিয়মে বদল আনল ডোনাল্ড ট্রাম্প সরকার। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
মার্কিন ভিসা নীতিতে বদল

আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে ভিসা আবেদনের  নিয়মে একের পর এক ব দল এনেই চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। এবার আমেরিকার ভিসা পেতে গেলে আবেদনকারীদের ওপর আরও কড়া শর্ত চাপালো ট্রাম্প প্রশাসন। ফলে নতুন এই নিয়ম কার্যকর হলে আমেরিকায়  যাওয়ার ক্ষেত্রে ভিসা পেতে কিছুটা হলেও বেগ পেতে হবে ভারতীয়দের। 

25
কোন নিয়মে বদল আনলেন ডোনাল্ড ট্রাম্প?

এবার থেকে মার্কিন ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে দেখা হবে আবেদনকারীদের শারীরিক সমস্যা ও পুরনো কোনও রোগ আছে কীনা। সেই রোগের ইতিহাস খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ট্রাম্পের নতুন নিয়মে আমেরিকায় যাওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন না মধুমেহ বা স্থুলতা আছে  এমন ব্যক্তিরা। কারণ, ট্রাম্পের মতে এরা মার্কিন সম্পদের অপচয় করবে। 

35
মার্কিন পাসপোর্ট-ভিসায় গাইডলাইন

জানা গিয়েছে যে, এতদিন পর্যন্ত আমেরিকায় যাওয়ার জন্য ভিসার আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর কোনও রোগ আছে কীনা তা খতিয়ে দেখা হত। এমনকি টিকাকরণ, মানসিক স্বাস্থ্য এবং ছোঁয়াচে রোগ রয়েছে কীনা তাও নজরে রাখা হতো। তবে এবার থেকে সেই গাইডলাইনে আরও কঠিন শর্ত চাপাতে চলেছে ট্রাম্প সরকার। সূত্রের খবর, ভিসা আবেদনকারীদের হৃদরোগ, শ্বাসযন্ত্রের রোগ, ক্যানসার, ডায়াবেটিস, বিপাকীয় রোগ, স্নায়বিক রোগ এবং মানসিক অসুখ রয়েছে কিনা তা দেখা হবে। এই ধরনের অসুখের চিকিৎসায় লক্ষ লক্ষ ডলার প্রয়োজন হতে পারে। তাই আবেদনকারীর এই ধরনের চিকিৎসার ব্যয় বহনের আর্থিক সংস্থান আছে কিনা তাও দেখতে হবে বলে  জানানো হয়েছে। 

45
খরচ বাড়ছে মার্কিন ভিসা

এদিকে গত জুলাই মাস থেকেই খরচ বেড়েছে মার্কিন ভিসা আবেদনের ক্ষেত্রে। আগে ভারতীয় মুদ্রায় ভিসা আবেদনের ক্ষেত্রে যেখানে খরচ হতো ১৬ হাজার টাকা। সেপ্টেম্বর মাস থেকে সেই খরচ বেড়ে হয়েছে ২১ হাজার টাকা। এছাড়াও চাপ বেড়েছে গ্রিন কার্ড হোল্ডারদের উপরও। 

55
মার্কিন নাগরিকদের জন্য পদক্ষেপ

এর আগে হোয়াইট হাউস একটি ফ্যাক্ট শিট জারি করে ট্রাম্পের H-1B ভিসা আবেদনের উপর বার্ষিক ১ লক্ষ মার্কিন ডলার ফি আরোপের পদক্ষেপকে সমর্থন করেছিল, যেখানে "কম বেতনের বিদেশী শ্রমিক" দিয়ে মার্কিন কর্মীদের প্রতিস্থাপনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। হোয়াইট হাউস জানায় যে, ২০০৩ অর্থ বছরে H-1B ভিসা থাকা আইটি কর্মীদের শেয়ার ৩২ শতাংশ থেকে বেড়ে সাম্প্রতিক বছরগুলিতে ৬৫ শতাংশের বেশি হয়েছে, যা H-1B ভিসার "অপব্যবহারের" কারণে মার্কিন নাগরিকদের মধ্যে ক্রমবর্ধমান বেকারত্বকে তুলে ধরে।

Read more Photos on
click me!

Recommended Stories