- Home
- West Bengal
- Kolkata
- প্রকাশিত SSC-র একাদশ ও দ্বাদশের ফলাফল, স্বচ্ছতার সঙ্গে নিয়োগের বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
প্রকাশিত SSC-র একাদশ ও দ্বাদশের ফলাফল, স্বচ্ছতার সঙ্গে নিয়োগের বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
WB SSC Result: অবশেষে প্রকাশিত হল এসএসসি পরীক্ষার ফলাফল। শুক্রবার রাতেই স্কুল সার্ভিস কমিশনের তরফে রেজাল্ট পাবলিশড করা হয়। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

প্রকাশিত এসএসসি-র রেজাল্ট
পরীক্ষা নেওয়ার ৫৪ দিনের মাথায় প্রকাশিত হল এসএসসি-র একাদশ ও দ্বাদশের ফল। জানা গিয়েছে, অবশেষে অবসান হলো দীর্ঘ অপেক্ষার। নির্ধারিত সময়ের পরই ফল প্রকাশ হলো এসএসসি-র। যদিও ফল প্রকাশের পর স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সমস্যা দেখা দেওয়ায় প্রথমে রেজাল্ট দেখতে কিছুটা বেগ পেতে হয় পরীক্ষার্থীদের। পরে অবশ্য সেই সমস্যার সমাধান হয়ে যায়।
কোন ওয়েবসাইটে দেখা যাবে ফল?
এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল দেখতে হলে চাকরি প্রার্থী পরীক্ষার্থীকে প্রথমেই যেতে হবে স্কুল সার্ভিস কমিশনের এই westbengalssc.com ওয়েবসাইটে। সেখানে নিজের রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফর্ম পূরণ খুললেই খুলে যাবে ওয়েবসাইট। নিজের রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
চাকরিহারাদের আশ্বাস শিক্ষামন্ত্রীর
পূর্ব ঘোষণা মতোই শুক্রবার রাত ৯টার কিছু পরেই প্রকাশিত হয় এসএসসি পরীক্ষার রেজাল্ট। ওয়েবসাইট ক্র্যাশ করায় ফলাফল দেখতে সামান্য বিঘ্ন ঘটলেও পরে অবশ্য তা ঠিক হয়ে যায়। এদিন SSC-র রেজাল্ট বেরোতেই এক্স হ্যান্ডেলে চাকরিহারা চাকরি প্রার্থীদের উদ্দেশে বিশেষ বার্তা পোস্ট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তিনি লেখেন, ‘’দুঃশ্চিন্তার কোনও কারণ নেই। প্রতিটি পদক্ষেপই হবে স্বচ্ছতার সঙ্গে নিয়ম মেনে।''
ব্রাত্য বসুর বার্তা
এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান যে-
আজ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করলো।
আমাদের প্রিয় মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ ও অভিভাবকত্বে, রাজ্য ও জেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে…— Bratya Basu (@basu_bratya) November 7, 2025
পরীক্ষায় বসেছিল কত পরীক্ষার্থী?
২০১৬ সালের চাকরি বাতিল হওয়া শিক্ষকদের জন্য এই বছর পুনরায় এসএসসি পরীক্ষার আয়োজন করে স্কুল সার্ভিস কমিশন। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় SSC-র একাদশ ও দ্বাদশের পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষকের শূন্যপদ রয়েছে মোট ১২ হাজার ৫১৪ জনের। আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। মোট ৬০ নম্বরে পরীক্ষা নেয় এসএসসি। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com লগ ইন করে প্রত্যেক প্রার্থী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখতে পারবেন বলে জানিয়েছে কমিশন।

