Joe Biden Health Update News: ২০২৪ সালের শেষ থেকেই সময়টা মোটেও ভালো যাচ্ছে না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। শারীরিক অসুস্থতার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। এবার সামনে এলো তাঁর শারীরিক অসুস্থতার আরও বড় খবর।
দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে তিনি। কারণ বয়সজনিত নানারকম সমস্যায় ভুগছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮২ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতার শরীরে এবার বাসা বেঁধেছে মারণ রোগ। বাইডেন দফতরের তরফে এই খবর জানানো হয়েছে।
210
ক্যান্সার আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। সোমবার বাইডেনের দফতর থেকে এই খবর প্রকাশিত হতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে নিজের এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
310
প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত বাইডেন
প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের খবর, এর আগে প্রেসিডেন্ট পদে থাকাকালীন বাইডেনের শারীরিক পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠত। তিনি যে অসুস্থ সে কথা জানিয়ে গত নির্বাচন থেকে সরেও দাঁড়িয়ে ছিলেন ৮২ বছর বয়সী এই মার্কিন নেতা।
গত শুক্রবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের শারীরিক পরীক্ষা নিরিক্ষার পরই তাঁর শরীরে যে ক্যান্সার বাসা বেঁধেছে সেই বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। বাইডেনের ব্যক্তিগত চিকিৎসকরা জানান যে, প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত তিনি। শরীরের অন্যান্য অংশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই রোগের জীবাণু।
510
বাইডেনের মূত্রাশয়ে ক্যানসার
বাইডেনের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মূত্রাশয়ে ক্যানসার ধরা পড়েছে। এবং সেটি শরীরের হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছে। তবে নিয়মিত পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্ত মার্কিন প্রেসিডেন্ট।
610
প্রস্টেট ক্যান্সার ঝুঁকিপূর্ণ?
চিকিৎসকদের মতে, ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়লে সেটি চতুর্থ স্টেজ বা রোগের শেষ পর্যায় হিসেবে ধরা হয়। তবে বাইডেনের ক্ষেত্রেও ক্যান্সার আক্রমণাত্বক অবস্থায় রয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য সঙ্কট নিয়ে উদ্বিগিন তাঁর পরিবারও। চিকিৎসকদের সঙ্গে রোগ নিরাময়ের বিষয়ে আলোচনা চালাচ্ছেন তাঁরা।
710
চিকিৎসার সুযোগ
বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক সূত্রে খবর, প্রস্টেট ক্যান্সার মূত্রাশয়ে ছড়ালেও এটি অত্যন্ত সংবেদনশীল। ফলে চিকিৎসার মাধ্যমে রোগমুক্তির সম্ভাবনা রয়েছে।
810
প্রস্টেট ক্যানসার সম্পূর্ণ নির্মূল সম্ভব?
চিকিৎসকদের মতে, প্রস্টেট ক্যানসার যদি শুরুতেই ধরা পড়ে বা প্রাথমিক পর্যায়েই এই ক্যান্সারের উপস্থিতি শরীরে টের পাওয়া যায় তাহলে সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ সম্পূর্ণ ভাবে নিরাময় সম্ভব।
910
শারীরিক অসুস্থতার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ছিলেন?
সংবাদ সংস্থা ‘রয়টার্স’ সূত্রে খবর, শারীরিক অসুস্থতার জন্য মার্কিন মসনদ দখলের লড়াইয়ে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন। তার পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থী করা হয়েছিল প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে।
1010
নির্বাচনে পরাজয়
প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী করলেও হোয়াইট হাউসের মসনদ দখল করতে ব্যর্থ হয় তাঁর দল। ফলে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়েন জো বাইডেন। বিপুল ভোটে জিতে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।