ভারতীয় দূতাবাসে আগুন লাগিয়ে স্লোগান উঠল ‘খালিস্তান দীর্ঘজীবী হোক’, আমেরিকায় আক্রমণের শিকার ভারত

খালিস্তানি সমর্থকদের এই কাণ্ডকে অত্যন্ত নিন্দাজনক বলে কটাক্ষ করেছে মার্কিন প্রশাসন। ভারতীয় দূতাবাসে আগুন লাগানো এবং হিংস্রতার কাজকে ফৌজদারি অপরাধ বলে চিহ্নিত করেছে আমেরিকার সরকার। 

‘হিংস্রতাই হিংস্রতার জন্ম দেয়’, এই স্লোগানে টুইটার মাধ্যমে ছড়িয়ে পড়েছে খালিস্তানি সমর্থকদের একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, খালিস্তানপন্থী জঙ্গিরা আমেরিকার সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় দূতাবাসে আগুন লাগিয়ে দিচ্ছেন। ভিডিওতে লেখা রয়েছে, ‘খালিস্তান দীর্ঘজীবী হোক’। আগুন লাগানোর পাশাপাশি ওই দূতাবাসে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। ২ জুলাই, রবিবার গভীর রাতে, প্রায় দেড়টা- দুটো নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দল বেঁধে খালিস্তানি সমর্থকরা এসে ভারতীয় দূতাবাসে আগুন লাগিয়ে দেন এবং নিমেষের মধ্যে হু হু করে ছড়িয়ে পড়ে সেই আগুন। বিগত পাঁচ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে হামলা চালানো হল।

খালিস্তানি সমর্থকদের এই কাণ্ডকে অত্যন্ত নিন্দাজনক বলে কটাক্ষ করেছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট বা মার্কিন বিদেশ দফতর। ভারতীয় দূতাবাসে আগুন লাগানো এবং হিংস্রতার কাজকে ফৌজদারি অপরাধ বলে চিহ্নিত করেছে আমেরিকার সরকার। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের তরফে পোস্ট করা একটি টুইটে স্পষ্ট বলা হয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্রে কূটনৈতিক সুবিধা বা বিদেশী কূটনীতিকদের বিরুদ্ধে ভাঙচুর বা সহিংসতা একটি ফৌজদারি অপরাধ”। ২ জুলাই পোস্ট করা ওই ভিডিওতে কানাডা- ভিত্তিক সংগঠন খালিস্তান টাইগার ফোর্স (কে টি এফ) প্রধান হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর সাথে সম্পর্কিত সংবাদ প্রতিবেদনগুলিও দেখানো হয়েছে। (বিস্তারিত জানুন- কানাডায় গুলি লেগে নিহত খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার)

Latest Videos

উল্লেখ্য, হরদীপ সিং নিজ্জার ছিলেন খালিস্তান পন্থীদের নেতা, যিনি বিদেশের মাটিতে ভারতীয়দের আক্রমণ করার নেপথ্যে বড় ভূমিকা নিতেন। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। ১৯ জুন তাকে কানাডার একটি গুরুদ্বারের বাইরে গুলি করে হত্যা করা হয়েছিল। তাঁরই হত্যার প্রতিবাদে সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও, এই অগ্নি সংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দূতাবাসের কোনও কর্মী আহত হননি বলে জানা গেছে। সান ফ্রান্সিসকোর অগ্নি নির্বাপণ দফতরের পক্ষ থেকে রবিবার রাতে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন-
Sovan Baisakhi Marriage: শোভন বৈশাখীর বিয়ে? মিডিয়া রিপোর্ট ঘিরে তোলপাড় কাণ্ড
Benefits of Garlic For Sex: রসুনেই মিলবে চরম যৌন সুখ, জেনে নিন টোটকা

Weather News: প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে ঝিরঝিরে বৃষ্টিতে ঘর্মাক্ত পরিস্থিতি
Jharkhand Bandh: সাঁওতালি ভাষাকে প্রথম সরকারি ভাষার মর্যাদা দেওয়ার দাবি, সমগ্র ঝাড়খণ্ড জুড়ে বনধের ডাক

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia