নিউ ইয়র্কের জেলে বন্দি নিকোলাস মাদুরো, এবার ডোনাল্ড ট্রাম্পই চালাবেন ভেনেজুয়েলা!

Published : Jan 04, 2026, 03:09 PM IST
Nicolas Maduro

সংক্ষিপ্ত

Nicolás Maduro: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট (Venezuelan President) নিকোলাস মাদুরোকে আটক করা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হলেও, তাকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি করে রাখা হয়েছে।

DID YOU KNOW ?
ভেনেজুয়েলা সরকার দখল
মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলার শাসন ক্ষমতা দখল করেছে। লাতিন আমেরিকার এই দেশের তেলের ভাণ্ডারও দখল করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Venezuelan President Nicolás Maduro: যে কোনও দুষ্কৃতী, চোর, ডাকাত বা অন্য অপরাধে অভিযুক্তদের যেভাবে বন্দি করে রাখা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ঠিক সেরকমই আচরণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তাঁর দেশ থেকে আটক করে এনে নিউ ইয়র্কের (New York) এক কারাগারে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) অভিযোগ করেছেন, ভেনেজুয়েলা সরকার মাদক তৈরি করছে, অপরাধীদের আশ্রয় দিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবন শেষ করে দেওয়ার জন্য সেদেশে মাদক পাচার করছে। ট্রাম্প আরও বলেছেন, আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলায় সরকার চালাবে। একইসঙ্গে তাঁদের আসল লক্ষ্যও স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার তেলের ভাণ্ডারের দখল নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। 

ভেনেজুয়েলার তেলই লক্ষ্য

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, 'আমাদের দেশে বিশ্বের সেরা তেল সংস্থাগুলি আছে। আমাদের তেল সংস্থাগুলি সবচেয়ে বড় ও সেরা। আমরা ভেনেজুয়েলার তেল শিল্পের সঙ্গে অবশ্যই যুক্ত হব।' মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তাঁরা যেমন নিজেদের দেশে ভেনেজুয়েলার তেল নিয়ে আসবেন, তেমনই অন্য দেশগুলিতেও এই তেল বিক্রি করবেন।

সোমবার মাদুরোকে আদালতে পেশ

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের পাশাপাশি তাঁর স্ত্রী, পুত্র এবং আরও তিনজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, কোকেন পাচারের ষড়যন্ত্র, নিজের কাছে মেশিন গান ও বিধ্বংসী যন্ত্রপাতি রাখা এবং মেশিন গান ও বিধ্বংসী যন্ত্রপাতি রাখার ষড়যন্ত্র করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে সোমবার ম্যানহাটনের (Manhattan) আদালতে পেশ করা হবে। অন্য এক দেশের প্রেসিডেন্ট যদি নিজের কাছে মেশিন গান বা অন্য অস্ত্র রাখেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সেই অভিযোগে কীভাবে মামলা করতে পারে, তা স্পষ্ট নয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে আটক করা হয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট-সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তাঁর স্ত্রী-পুত্র এবং আরও ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
Read more Articles on
click me!

Recommended Stories

বন্দিদশায় ভেনেজুয়েলার মাদুরো কী বলেছেন? দেখুন সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ভিডিও
US Venezuela: কালো কাপড় দিয়ে চোখ ঢাকা! কানে যাচ্ছেনা কোনও কথা, 'আটক' মাদুরোর ছবি প্রকাশ্যে