মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মনীতি ভেঙে অপহরণ করে নিয়ে গেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মানুদোরে। শনিবার তাঁকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন প্রশাসন।
মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মনীতি ভেঙে অপহরণ করে নিয়ে গেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মানুদোরে। শনিবার তাঁকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। সেখানেই তাঁকে কথা বলতে দেখা গেছে। যা মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর তাঁর প্রথম মন্তব্য হিসেবেই দাবি করা হচ্ছে। কী বলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো?
শনিবার নিউইয়র্কে মার্কিন প্রশাসনের সদর দফতরের ভিতর ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার আরও একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে তাঁকে বন্দি অবস্থায় নিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিরা। তাঁর দুই হাতে ছিল বেড়ি পরানো। সেখানেই তাঁকে বন্দি অবস্থায় এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময়ই তিনি নিরাপত্তাবাহিনীর সদস্যদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, 'হ্যাপি নিউইয়ার' বলেছেন।
দেখুন সেই ভিডিওঃ
শনিবার রাতেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে বিশেষ মার্কিন বাহিনী প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী সিলিয়া ফভ্লোরেসকে আটক করে। তারপর দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার মজুত তেল এবার থেকে ব্যবহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক ব্যক্তিকে ভেনেজুয়েলার দায়িত্ব দেওয়া হয়। ভেনেজুয়েলার বিশ্বের সবথেকে বেশি তেল মজুত রয়েছে। এবার থেকে সেই তেলের অধিকারী হবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানিয়েছেন মাত্র ৩০ মিনিটে মাদুরোকে অপরহণ করা হয়েছে। তিনি গোটা বিষয়টার লাইভ টেলিকাস্ট দেখেছেন। তিনি আরও বলেছেন, তাঁর মনে হচ্ছিল তিনি টিভিতে কোনও শো দেখছেন। মার্কিন প্রশাসন জানিয়েছে, এই অপারেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও সেনার মৃত্যু হয়নি। তবে মার্কিন সেনা বাহিনী ও গোয়েন্দা গত ৬ মাস ধরেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অনুসরণ করেছেন। তাঁর গতিবিধির ওপর নজর রেখেছেন। তারপরই অপহরণের প্ল্যান তৈরি করেছেন।


