India USA Trade Relation: শুল্ক সঙ্ঘাতে ভারত-মার্কিন বাণিজ্য প্রভাব। তবে এই সম্পর্কের বরফ খুব শীঘ্রই গলবে বলে মনে করছেন ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট স্কট। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
২৭ অগাস্ট বুধবার থেকে ভারতীয় পণ্যের ওপর বসেছে ৫০ শতাংশ হারে মার্কিন শুল্ক। এই আবহে আমেরিকার উপর ভারত যে কিছুটা হলেও তিতিবিরক্ত তা হাবভাবে বুঝিয়ে দিয়েছে মোদী সরকার। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের রসায়ন নিয়ে বড় কথা বলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট স্কট। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারত আমেরিকার বর্তমান সম্পর্ক জটিল বলে উল্লেখ করেও দ্রুত তা ঠিকঠাক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
25
কী বলছেন ট্রাম্পের সেক্রেটারি?
এই বিষয়ে বেসেন্ট স্কট বলেন, ‘’আমি মনে করি ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং আমেরিকা হল বিশ্বের বৃহত্তম অর্থনীতি। দিনশেষে দুই দেশের সম্পর্ক ঠিক হয়ে যাবে।'' আমরা এক হয়ে যাব বলেও আশা প্রকাশ করেছেন তিনি। জানা গিয়েছে, যেখানে চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে সেখানে ভারত এখনও পর্যন্ত বাণিজ্য চুক্তি করেনি বলে জানিয়েছেন ট্রাম্পের সেক্রেটারি বেসেন্ট।
35
কোন পথে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি
এই বিষয়ে স্কট বেসেন্ট আরও বলেন, ‘’স্বাধীনতা দিবসের আগেই ভারত শুল্ক নিয়ে দর কষাকষি শুরু করেছিল। আমি ভেবেছিলাম হয়ত মে বা জুন মাসের মধ্যে চুক্তি হয়ে যাবে। ভারতের সঙ্গে চুক্তি আগেই হবে সেইভাবেই আলোচনা চলছিল। রাশিয়া থেকে তেল কেনা নিয়েও আলোচনা হয়েছিল।''
এদিকে শুল্ক সঙ্ঘাতের পরও সুসম্পর্ক বজায় রয়েছে ভারত-আমেরিকার মধ্যে। এমনটাই দাবি করেছেন স্কট। তিনি বলেন, ‘’এটা জটিল সম্পর্ক। প্রেসিডেন্ট ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। তবে এটা শুধু রাশিয়ার তেলের বিষয় নয়। ভারত অনেক বেশি শুল্ক নেয়। আমাদের বিরাট বাণিজ্যিক ঘাটতি রয়েছে।''
55
এবার কোন পথে ভারতের সঙ্গে বাণিজ্য?
জানা গিয়েছে, ভারতের ওপর ৫০ শতাংশ হারে শুল্ক চাপানোয় এবার ভারত টাকায় বাণিজ্য করবে নাকি ব্রিকস দেশগুলির মতো বাণিজ্য করা হবে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য এই প্রশ্নের জবাব এড়িয়ে পাল্টা বলেন, ‘’অনেক বিষয় নিয়ে আমি চিন্তা করি। তবে রুপি রিজার্ভে কারেন্সি হয়ে যাওয়ার চিন্তা নেই।''