Calcutta University Exam: তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই কলকাতা  বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার হেল্পলাইন নম্বর চালু করল টিএমসিপি। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…  

Calcutta University Exam: ২৮ অগাস্ট বৃহস্পতিবার অর্থাৎ আজ তৃণমূলের ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস। আর আজকেই রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিকম সেমেস্টার ফোর এবং বিএ এলএলবি সেমেস্টার ফোরের পরীক্ষা নেওয়া হবে। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পরীক্ষা। যদিও এই দিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে বেজায় ক্ষুদ্ধ হন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। বিষয়টি নিয়ে তিনি আপত্তি জানালেও তা ধোপে টেকেনি। শেষপর্যন্ত পরীক্ষা হচ্ছেই।

এদিকে পরীক্ষার সময়ে ছাত্রছাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য আটটি হেল্পলাইন নম্বর চালু করেছে তৃণমূল ছাত্রপরিষদ। হেল্পলাইন নম্বরটি হল-৬৭০৪১৩৭৭৮। সূত্রের খবর, অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষার স্বার্থ অক্ষুণ্ন রাখতে ABVP CU ইউনিটের তরফে এই হেল্পলাইন চালু করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো থেকে যানজটের কারণে দেরি, যেকোনও সমস্যায় এই হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে পরীক্ষার্থীরা। নম্বরগুলি হল-

6297628634 (Shubhranshu)

8170049615 (Monohor)

8972597360 (Sayan)

7029331843 (Suvadeep)

9547320335 (Hriday)

9709502115 (Vanraaj)

8585084522 (Purnendu)

9830552873 (Gourav)

এদিকে, ২৮শে অগাস্ট কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‌পূর্বনির্ধারিত পরীক্ষা বাতিল না করায় উপাচার্যকে কদর্য ব্যক্তি আক্রমণে বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অস্তিত্ব সংকট প্রকাশ্যে। পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনে একটি গুরুতর অঙ্গ। কোনও রাজনৈতিক দলের কর্মসূচির কারণে পরীক্ষা বাতিল হওয়া সম্পূর্ণ অযৌক্তিক এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে নিষ্ঠুর ছেলেখেলা। ২৮ অগাস্ট বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থাকার কারণে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত রাখা বা পিছিয়ে দেওয়ার হঠকারী সিদ্ধান্তে ইতিমধ্যে ছাত্রছাত্রীদের ভয়ঙ্কর বিপদে পড়তে হচ্ছে বলে জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই বিষয়ে অবশ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরীক্ষার তারিখ অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে অটল থাকায় তাঁকে কদর্য ভাষায় ব্যক্তি আক্রমণ করে তৃণমূলের ছাত্র সংগঠন।‌ শিক্ষা ও ছাত্রছাত্রীদের স্বার্থরক্ষায় পরীক্ষার তারিখ না পিছানোয় রাজ্য সরকারের রোষানলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। তাঁর সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে তাঁর এই চাপের মুখে সিদ্ধান্তে অনড় থাকার সাহসকে কুর্নিশ জানায় এবিভিপি। পাশাপাশি, বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনও ছাত্রছাত্রীকে যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে ও ফিরতে সমস্যায় পড়তে না হয়, তার জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে এবিভিপি কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিট। একই সঙ্গে

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রাজ্য সরকারকে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা রাখতে হবে বলেও জানানো হয়েছে। টিএমসিপির ছাত্র সমাবেশের কারণে একজন ছাত্রেরও কোনো কারণে কোনও অসুবিধা হলে তার দায় টিএমসিপি এবং রাজ্য সরকার, উভয়কেই নিতে হবে।

এবিভিপি রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার বলেন, 'আমরা বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের কাছে ভবিষ্যৎ গড়ার মন্দির। এটি কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান করার মঞ্চ নয়। কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস পালন করতে হলে পরীক্ষা কেন বাতিল করতে হবে? এর থেকে প্রমাণিত বর্তমানে রাজ্য সরকার প্রশাসন, রাজনৈতিক মঞ্চ আর শিক্ষাকে এক সারিতে এনে ফেলেছে। শিক্ষামন্ত্রীকে আমরা সতর্ক করছি, ছাত্রসমাজকে গিনিপিগ বানিয়ে ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।