থাকবেন ১৮০টিরও বেশি দেশের প্রতিনিধিরা, রাষ্ট্রপুঞ্জে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মোদী

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এবার বিদেশে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপুঞ্জে এবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে যোগ দেবেন। ১৮০টিরও বেশি দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই অনুষ্ঠান হবে। সমাজের বিভিন্ন অংশের কৃতী ব্যক্তিরা যোগ দিবসের অনুষ্ঠানে থাকবেন। বিভিন্ন দেশের কূটনীতিবিদ, রাজনৈতিক নেতা, শিল্পী, সাংস্কৃতিক জগতের বিখ্যাত ব্যক্তি, শিক্ষাবিদ, বাণিজ্য জগতের প্রতিনিধিরাও থাকবেন। রাষ্ট্রপুঞ্জে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদানই সবচেয়ে উল্লেখযোগ্য। এর আগে কখনও আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপুঞ্জে যাননি প্রধানমন্ত্রী। এবারই প্রথম নিউ ইয়র্কে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি। আন্তর্জাতিক যোগ দিবসের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সফরে থাকছেন প্রধানমন্ত্রী। তার ফলেই তিনি রাষ্ট্রপুঞ্জে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।

২০১৪ সালের ডিসেম্বরে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ঘোষণা করা হয়, প্রতি বছরের ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হবে। সেই ঘোষণা অনুযায়ী ২০১৫ থেকে দিনটি পালন করা হচ্ছে। এবার নবম আন্তর্জাতিক যোগ দিবস। এবার বিশেষভাবে দিনটি পালন করছে রাষ্ট্রপুঞ্জ। এক বিবৃতিতে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী। প্রথমবার আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপুঞ্জে থাকছেন প্রধানমন্ত্রী। ফলে রাষ্ট্রপুঞ্জে নবম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান ঐতিহাসিক হয়ে থাকছে।

Latest Videos

২১ জুন রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের নর্থ লনে স্থানীয় সময় অনুযায়ী সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত হবে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। এই নর্থ লনেই মহাত্মা গান্ধীর একটি মূর্তি আছে। ভারতের পক্ষ থেকে রাষ্ট্রপুঞ্জকে সেই মূর্তি উপহার দেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরে এই মূর্তি স্থাপন করা হয়। রাষ্ট্রপুঞ্জের আধিকারিক, রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের প্রতিনিধি, অনাবাসী ভারতীয়রা এই অনুষ্ঠানে যোগ দেবেন। সবাইকে যোগাসনের উপযোগী পোশাক পরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকেই যোগাসনের জন্য ম্যাট দেওয়া হবে। সবাই সেই ম্যাট স্মৃতিচিহ্ন হিসেবে বাড়ি নিয়ে যেতে পারবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি ২১ থেকে ২৪ জুন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবেন। ২২ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া আরও কয়েকটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

আরও পড়ুন-

PM Modi US Visit: নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে দারুণ আশাবাদী বিশিষ্ট শিক্ষাবিদরা

PM Modi US Visit 2023: মোদীর আমেরিকা সফরের আগে সারা বিশ্ব থেকে শুভেচ্ছাবার্তা

বন্দে ভারতের ভিতরে পড়ছে বৃষ্টির জল! ভাইরাল ভিডিও নিয়ে মোদী সরকারকে নিশানা কংগ্রেসের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia