চোখের সামনে ডায়নার স্মৃতি! পাপারাজ্জিদের তাড়ায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে প্রিন্স হ্যারি ও মেগান মর্কেল

Published : May 17, 2023, 10:12 PM ISTUpdated : May 17, 2023, 10:31 PM IST
Prince Harry and Meghan Markle

সংক্ষিপ্ত

দুই ঘন্টারও বেশি সময় ধরে হ্যারি ও মেগানের গাড়িকে তাড়া করা হয়। এই তাড়া খেয়ে হ্যারির গাড়ি ১৭ ই মে রাস্তায় থাকা অন্যান্য বেশ কয়েকটি গাড়ি, পথচারি ও দুজন নিউইয়র্ক পুলিশ বিভাগের সদস্যকে ধাক্কা মারে।

প্রিন্স হ্যারি, তার স্ত্রী, মেগান মার্কেল এবং তার মা, ডোরিয়া রাগল্যান্ডের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে। পাপারাজ্জিদের তাড়ায় এই দুর্ঘটনা বলেই খবর। নিউ ইয়র্ক সিটিতে একটি বিপজ্জনক দুর্ঘটনায় পড়ে তাঁদের গাড়ি। বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে

"গত রাতে সাসেক্সের ডিউক এবং ডাচেস এবং মিসেস রাগল্যান্ড অত্যন্ত আক্রমনাত্মক পাপারাজ্জিদের একটা চক্রের কবলে পড়েন। দুই ঘন্টারও বেশি সময় ধরে হ্যারি ও মেগানের গাড়িকে তাড়া করা হয়। এই তাড়া খেয়ে হ্যারির গাড়ি ১৭ ই মে রাস্তায় থাকা অন্যান্য বেশ কয়েকটি গাড়ি, পথচারি ও দুজন নিউইয়র্ক পুলিশ বিভাগের সদস্যকে ধাক্কা মারে।

গাড়িতে মেগানের মা ডোরিয়াও ছিলেন। প্রিন্স হ্যারি তার পিতা রাজা চার্লসের রাজ্যাভিষেকের পর এটিই প্রথম পাবলিক ইভেন্ট ছিল।

প্রিন্স হ্যারি ২০২০ সালে আমেরিকা গিয়েছিলেন

জানিয়ে দেওয়া যাক যে প্রিন্স হ্যারি এবং মেগান ২০২০ সালে তাদের রাজকীয় ভূমিকা থেকে পদত্যাগ করেছিলেন। মিডিয়ার হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। প্রিন্স হ্যারি প্রায়ই রাজপরিবারের সদস্যদের মধ্যে প্রেসের অবৈধ অনুপ্রবেশ সম্পর্কে কথা বলেন। তিনি তার মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর জন্য পাপারাজ্জিদেরও দায়ী করেন।

প্রসঙ্গত, প্রিন্স হ্য়ারি ও মেগান তথা সাসেক্সের ডিউক ও ডাচেস ইতিমধ্য়েই একটি দাতব্য সংস্থা তৈরি করেছেন। যা উত্তর আমেরিকা ও আফ্রিকায় মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কাজ করবে বলে জানা গিয়েছে। রাজ পরিবারের জীবনযাপন তাদের ওপর চাপ সৃষ্টি করছে বলে দাবি করেছিল এই তরুণ দম্পতি।

পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতে গিয়ে মা ডায়ানা মারা যান

আসলে, প্রিন্স হ্যারির মা ডায়ানা ১৯৯৭ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান। ডায়ানা প্যারিসে একটি গাড়িতে চড়েছিলেন। এরপর পাপারাজ্জিরা তাকে অনুসরণ করার চেষ্টা করেন। পাপারাজ্জিদের হাত থেকে পালাতে গিয়ে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। এই দুর্ঘটনায় ডায়ানা ছাড়াও তার সঙ্গী দোদি ফায়েদ এবং গাড়ির চালক হেনরি পলও নিহত হন।

যুবরাজ চার্লসের সঙ্গে তাঁর দাম্পত্য় জীবন আদৌ সুখের ছিল না। ডায়না তাই খোলাখুলিই অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতেন। ডায়নার সেই 'কেচ্ছা' সেই সময়ে ব্রিটিশ ট্য়াবলয়েডগুলোর কাছে দৈনন্দিনের খবর হয়ে দাঁড়াত। দুর্ঘটনায় ডায়নার মৃত্যুর পর রাজ পরিবারের দমবন্ধ করা পরিবেশ নিয়ে উঠে এসেছিল বেশ কিছু প্রশ্ন।

পাপারাজ্জি কি?

পাপারাজ্জিরা হলেন স্বাধীন ফটোগ্রাফার যারা ক্রীড়াবিদ, অভিনেতা, রাজনীতিবিদদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্রিয়াকলাপের ছবি তোলেন। এমনকি মিডিয়াকে আকর্ষণীয় এবং চাঞ্চল্যকর করার জন্য তারা নীতির বিরুদ্ধে যায়। ব্যক্তিগত জীবনেও উঁকি দেওয়া থেকে বিরত থাকেন না তাঁরা।

PREV
click me!

Recommended Stories

ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! কবে শুরু হচ্ছে সফর! জেনে নিন
Iran Protest 2026: দাউ দাউ জ্বলছে ইরান! সরকারের বিরুদ্ধে ফুঁসছে জনতা, বিদ্রোহীদের পাশে দাঁড়াতে তৈরি ট্রাম্প