Donald Trump On Ind Pak Conflict: ভারত-পাক সঙ্ঘাত থামানো নিয়ে এবার ফের নিজের পক্ষেই সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
ভারত-পাক সঙ্ঘাত। অপারেশন সিঁদুর। পঁহেলগাম হামলার পর দুই দেশের যুদ্ধ পরিস্থিতি থামানো নিয়ে ফের নিজের পক্ষে সওয়াল করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের সংসদে দাঁড়িয়ে আরও একবার বিশ্ববাসীকে যেন মনে করিয়ে দিলেন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতি এবং সংঘর্ষ বিরতি করতে তিনি প্রধান ভূমিকা নিয়েছিলেন।
25
নোবেল না পাওয়ায় হতাশ ট্রাম্প!
ট্রাম্পের এই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলের মতে, বিশ্ব শান্তুিতে নোবেল না পাওয়ায় হতাশা থেকে বারবার একই কথা বলে চলেছেন ট্রাম্প। কারণ, এর আগেও একাধিকবার ট্রাম্প দাবি করেছিলেন যে, তার কারণেই চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে। তাই বিশ্ব শান্তিতে নোবেলটা তাকেই দেওয়া উচিত।
35
গাজা শান্তি চুক্তি নিয়ে মন্তব্য
গাজা শান্তি চুক্তিকে কেন্দ্র করে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বড় ধরনের মন্তব্য করেছেন। ইজরায়েল ও ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের (Hamas) মধ্যে দু'বছর ধরে চলা যুদ্ধ অবসানের জন্য ট্রাম্পের মধ্যস্থতায় এই শান্তি চুক্তিটি সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
এখানেই শেষ নয়। অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প ঘোষণা করেন যে, তিনি ভারত ও পাকিস্তান সহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশের মধ্যে 'শান্তির সেতু' (bridges of peace) নির্মাণে উদ্যোগী হবেন। তিনি বলেন, "আমি বেশ কয়েকটি দেশের দিকে শান্তির সেতু তৈরি করব, যার মধ্যে ভারত এবং পাকিস্তানও রয়েছে।"
55
আর কী বললেন ট্রাম্প?
ইজরায়েলের সংসদ নেসেট-এর (Knesset) সদস্যদের তুমুল হর্ষধ্বনির মধ্যে এক বক্তৃতায় ট্রাম্প আবেগঘন কণ্ঠে আরও বলেন, আধুনিক ইসরায়েলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশবাসী "সুখে-দুঃখে, ভালো-মন্দে" সবসময় একজোট থেকেছে। তিনি জোর দিয়ে বলেন, "আমরা একসঙ্গে অসম্ভবকে সম্ভব করেছি এবং আমাদের বন্দীদের নিরাপদে ফিরিয়ে এনেছি।"