Donald Trump on Maria Corina Machado: শান্তিতে নোবেল জয়ের পর প্রথম ফোনটা নাকি ডোনাল্ড ট্রাম্পকেই করেছিলেন মারিয়া মাচাডো। যা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
শুক্রবারই বিশ্ব শান্তিতে নোবেল জয়ের কথা ঘোষণা করেছে নোবেল কর্তৃপক্ষ। আর এই বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাডো। কিন্তু নোবেল জয়ের পরই তিনি তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে তাঁকেই উৎসর্গ করেছেন বলে জানিয়েছেন।
25
ট্রাম্পকে ফোন মারিয়ার
এই বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, মারিয়ার নোবেল জয় ও মার্কিন প্রেসিডেন্টের সম্মানে তা উৎসর্গ করা নিয়ে শনিবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘’নোবেল জয়ের পরই মারিয়া আমাকে ফোন করেছিলেন। আমি এই সম্মান নিতে চাইনি। তিনি আমাকে জোর করে তা উৎসর্গ করেছেন।''
35
নোবেল নিয়ে অকপট ট্রাম্প
শুধু তাই নয়। নোবেল পুরস্কার জয় নিয়ে এদিন হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে অকপট ট্রাম্প আরও বলেন যে, ‘’বিশ্ব শান্তিতে নোবেল জয়ের পরই মারিয়া আমাকে ফোন করেছিলেন। আমিই এই পুরস্কারের আসল দাবিদার বলেও জানিয়েছেন তিনি। তবে আমি নোবেল পুরস্কার চাইনি। ভেনেজুয়েলার খারাপ সময়ে আমি তাদের পাশে ছিলাম। মারিয়াকে অনেক সাহায্য করেছি। এতেই আমি খুশি।''
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাঙবেন তবু যেন মচকাবেন না। শুক্রবার মারিয়ার নোবেল জয়ের পরই তড়িঘড়ি হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। সেখানে নোবেল কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাজনীতির অভিযোগ তোলেন তিনি। কিন্তু তার ২৪ ঘন্টার মধ্যে নোবেল পুরস্কার নিয়ে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প।
55
ট্রাম্পকে নোবেল উৎসর্গ
যদিও শান্তিতে নোবেল পাওয়ার পর তিনি অন্তরাল থেকেই বলেন, ‘’এই সম্মান ভেনfজুয়ালের মানুষের লড়াইয়ের স্বীকৃতি। আমরা জয়ের একেবারে কাছে দাঁড়িয়ে আছি। আর এই লড়াইয়ে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রেসিডেন্ট ট্রাম্পকে। ল্যাটিন আমেরিকার সব মানুষ, অন্যান্য সব গণতান্ত্রিক দেশ আমাদের এই স্বাধীনতা এবং গণতন্ত্রের লড়াইয়ের অংশ।''