Trump On Russian Oil: তাহলে কী এবার রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে ভারত সরকার? বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃৃতিতে ফাঁস আসল রহস্য। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
রুশ-ইউক্রেন সঙ্ঘাত থামাতে ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বারবারই চাপ দিয়ে এসছে আমেরিকা। এমনকি ভারত যাতে রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে না পারে তার জন্য আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। যদিও তারপরেও মস্কোর কাছ থেকে সস্তায় তেল কেনা বন্ধ করেনি ভারত। এই তেল কেনা নিয়ে দিল্লির ওপর আমেরিকা ক্ষুদ্ধ হলেও মোদী সরকারের তরফে বিবৃতি দিয়ে আগেই জানিয়ে দেওয়া হয় যে, জাতীয় স্বার্থই আগে অগ্রাধিকার পাবে। এতে ট্রাম্প রুষ্ট হলেও ভারতের ঘাড়ে চাপে আরও শুল্কের বোঝা। যা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে কম জলঘোলা হয়নি।
25
রাশিয়া থেকে তেল কিনবে না ভারত!
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক বিবৃতি জানিয়েছেন যে, রাশিয়ার কাছ থেকে ভারত আর তেল কিনবে না। এই বিষয়ে মোদী সরকার তাকে আশ্বস্ত করেছে। এবং রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে এটি একটি ‘বড় পদক্ষেপ’ বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ, রাশিয়া ও ইউক্রেনের মধ্য়ে যুদ্ধ নিয়ে প্রথম থেকেই ভারতের বিরুদ্ধে সরব হন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন যে, ভারতের কাছে সস্তায় তেল বিক্রি করে সেই টাকা ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কাজে ব্যবহার করছে রাশিয়া। আর এই তেল বিক্রি এবং ভারতকে তা কেনা থেকে বিরত থাকতে বলেও এতদিন ট্রাম্পের কথায় কর্ণপাত করেনি নয়াদিল্লি। তবে এখন দেখার ট্রাম্পের এই দাবি কতটা সত্য।
35
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের বড় পদক্ষেপ
শুধু তাই নয়, অতি দ্রুত বন্ধ হোক রুশ-ইউক্রেন যুদ্ধ। তা প্রথম থেকেই চেয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘’রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে যে খরচ হচ্ছে তার ব্যয়ভারের বড় একটা অংশ রাশিয়া পাচ্ছে ভারতের কাছে সস্তায় তেল বিক্রি করে। আমি একদমই খুশি নয় যে ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনবে এবং অব্যাহত থাকবে রুশ-ইউক্রেন যুদ্ধ।''
তবে শুধু ভারত সরকারই নয়। রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বন্ধ করা নিয়ে এবা চিনের বিরুদ্ধেও মুখ খুলেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘’রাশিয়ার কাছ থেকে তেল না কিনতে রাজি হয়েছে নরেন্দ্র মোদী সরকার। এবার আমরা চাইব চিনও যাতে একই পথে হাঁটে। তারাও যাতে মস্কোর কাছ থেকে তেল না কেনে।'' যদিও ট্রাম্পের এই দাবি নিয়ে এখনও পর্যন্ত জিংপিং প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া বা সরকারি বিবৃতি মেলেনি।
55
কী বলছে ভারত সরকার?
রাশিয়ার কাছ থেকে আর সস্তায় তেল কিনবে না ভারত। মস্কোর কাছ থেকে তেল না কিনতে রাজি হয়েছে নয়াদিল্লি। বুধবার হোয়াইট হাউসে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি করলেও ভারত সরকারের তরফে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।'' তবে এখন দেখার ট্রাম্পের এই দাবির পর কোন পথে গড়ায় ভারত-মার্কিন বনাম রুশ সম্পর্কের সমীকরণ।