রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশন: 'ভারত-পাকিস্তান-সহ ৭ যুদ্ধ থামিয়েছি,' দাবি ট্রাম্পের

Published : Sep 23, 2025, 09:43 PM ISTUpdated : Sep 23, 2025, 09:58 PM IST
US President Donald Trump

সংক্ষিপ্ত

UN General Assembly: রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ফের ভারত-পাকিস্তান যুদ্ধ (India-Pakistan War) থামানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)।

DID YOU KNOW ?
নোবেল পাবেন ট্রাম্প?
শান্তির জন্য নোবেল পুরস্কার পেতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কারণে তিনি যুদ্ধ থামানোর দাবি করছেন।

US President Donald Trump: বিশ্বজুড়ে তিনিই শান্তি প্রতিষ্ঠা করছেন। ফের এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপুঞ্জের ৮০-তম সাধারণ অধিবেশনে (80th United Nations General Assembly session) ভাষণ দিতে গিয়ে বলেছেন, 'মাত্র সাত মাসের মধ্যে আমি সাতটি এমন যুদ্ধ থামিয়ে দিয়েছি যা কখনও থামত না। কোনও যুদ্ধ ৩১ বছর ধরে চলছিল, আবার কোনও যুদ্ধ ৩৬ বছর ধরে চলছিল। যারা যুদ্ধ করছিল তারাই বলছিল, এই যুদ্ধ কোনওদিন থামবে না। আমি সাতটি যুদ্ধ বন্ধ করেছি। প্রতিটি ক্ষেত্রেই অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে।' এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, তিনিই চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধ (India-Pakistan War) থামিয়ে দিয়েছেন। যদিও ভারতের পক্ষ থেকে একাধিকবার সেই দাবি অস্বীকার করা হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকেও জানানো হয়েছে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হয়নি। কিন্তু নিজের দাবিতে অনড় ট্রাম্প। তিনি মঙ্গলবার ফের একই দাবি করলেন।

নোবেল পুরস্কার পেতে মরিয়া ট্রাম্প!

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই শান্তির জন্য নোবেল পুরস্কার (Nobel Prize) পেতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। এই কারণেই তিনি বিশ্বজুড়ে যুদ্ধ থামানো, শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। সারা বিশ্ব তাঁর এই দাবি নিয়ে হাসাহাসি করছে। কিন্তু তা সত্ত্বেও নিজের দাবিতে অনড় ট্রাম্প

কোন দেশগুলিতে যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের?

কোন দেশগুলির মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছেন, তার তালিকাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, কম্বোডিয়া (Cambodia) ও থাইল্যান্ড (Thailand), সার্বিয়া (Serbia), কঙ্গো (Democratic Republic of the Congo) ও রোয়ান্ডা (Rwanda), ভারত ও পাকিস্তান, ইজরায়েল (Israel) ও ইরান (Iran), মিশর (Egypt) ও ইথিওপিয়া (Ethiopia) এবং আর্মেনিয়া (Armenia) ও আজারবাইজানের (Azerbaijan) মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছেন ট্রাম্প।

রাষ্ট্রপুঞ্জের কড়া সমালোচনা ট্রাম্পের

এদিন রাষ্ট্রপুঞ্জের ভূমিকার কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘এটি খুব খারাপ যে রাষ্ট্রপুঞ্জের বদলে আমাকেই সব কাজ করতে হয়েছে। দুঃখজনকভাবে রাষ্ট্রপুঞ্জ কোনও ক্ষেত্রেই সাহায্য করার চেষ্টা করেনি। আমি সাতটি যুদ্ধ থামিয়ে দিয়েছি। সব দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি। কিন্তু রাষ্ট্রপুঞ্জ থেকে একবারও ফোন পাইনি। রাষ্ট্রপুঞ্জ থেকে আমি যা পেয়েছি তা হল, এমন এক এসকেলেটর যা ওঠার সময় মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (First Lady Melania Trump) যদি শারীরিকভাবে দারুণ জায়গায় না থাকতেন, তাহলে তিনি হয়তো পড়েই যেতেন। কিন্তু তিনি শারীরিকভাবে দারুণ জায়গায় আছেন। আমরা দু’জনেই শারীরিকভাবে খুব ভালো জায়গায় আছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বিশ্বের ৭ দেশে যুদ্ধ বন্ধ করেছেন, দাবি ডোনাল্ড ট্রাম্পের
রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ৭ দেশে যুদ্ধ থামিয়ে দিয়েছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

এই ১৯টি দেশ আমেরিকার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ! অভিবাসন আবেদন স্থগিত ট্রাম্প প্রশাসনের
আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?