সার্বজনীন ছবি গ্রহণ:- মার্কিন নাগরিক নন এমন প্রত্যেক ব্যক্তিকে সীমান্তে ছবি তুলতে হবে।
বয়সের ছাড় বাতিল:- আগে ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৭৯ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা এই প্রক্রিয়ার আওতামুক্ত ছিলেন। এখন থেকে তাদেরও বাধ্যতামূলকভাবে ছবি তুলতে হবে।
প্রবেশ ও প্রস্থান:- এই নিয়ম শুধুমাত্র আমেরিকায় ঢোকার সময় নয়, বরং দেশ ছাড়ার সময়ও কার্যকর হবে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং পরিচয় জালিয়াতি রুখতেই এই বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পরিধি বাড়ানো হয়েছে। এর ফলে পর্যটক, শিক্ষার্থী এবং কর্মসংস্থান বা অন্য কোনও কারণে এদেশে আসা বিদেশি নাগরিকদের সীমান্তে অতিরিক্ত সময় ব্যয় করতে হতে পারে।