Donald Trump On Migrants: মার্কিন নাগরিকদের সুবিধার্থে আরও কড়া পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে এবার নতুন ব্যবস্থা ডোনাল্ড ট্রাম্প সরকারের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
এতদিন শুধু তর্জন-গর্জনই করেছেন। এবার দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাডা়তে আরও একধাপ এগিয়ে কড়া পদক্ষেপ নিয়েই ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় যারা বেআইনি ভাবে বসবাস করছেন তাদের দেশছাড়া করতে পুরস্কার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের।
25
অভিবাসী হটাতে পুরস্কার ঘোষণা
জানা গিয়েছে, ট্রাম্পের দাবি অনুযায়ী যে সমস্ত অবৈধ অভিবাসীরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে স্বেচ্ছায় আমেরিকা ছাড়বেন তাদেরকে তিনহাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তার পরিমাণ হলো ২.৬৮ লক্ষ টাকা। তবে আগে এই টাকার অঙ্ক ছিলো একহাজার মার্কিন ডলার। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফিরতে সাহায্যস্বরূপ বিনামূল্যে টিকিটও দেবে আমেরিকা সরকার।
35
অবৈধ অভিবাসীদের জন্য আ্রমেরিকার বিশেষ অফার
সূত্রের খবর, মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির তরফে ঘোষণা করা হয়েছে, যেসব অবৈধবাসী এখনও আমেরিকায় রয়েছেন। তারা অপমান ও জেলযাত্রা এড়াতে তাদের উচিত পুলিশের কাছে আত্মসমর্পণ করা। এক্ষেত্রে অবৈধবাসীদের জন্য দেওয়া হচ্ছে বিশেষ অফারও। ফলে ৩১ ডিসেম্বরের মধ্যে যারা নিজেদের দেশে ফিরে যাবেন তাদের দেওয়া হবে ৩ হাজার ডলার ও বিনামূল্যে বিমানের টিকিট। পাশাপাশি যারা ভিসার মেয়াগ শেষ হওয়ার পরও কোনও কারণে দেশ ছাড়তে পারেনননি তাদের জরিমানাও মুকুব করা হবে। এমনকি কীভাবে এই আবেদন করা হবে সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসের মসনদে বসার পর আমেরিকাকে বিশ্বসেরা করার জন্য আগে থেকেই কাজ শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক সঙ্ঘাত থেকে শুরু করে আর এবার অবৈধ অভিবাসী তাডা়তে কড়া পদক্ষেপ নিলেন তিনি। এমনকি গা ঢাকা দেওয়া অবৈধ অভিবাসী তাড়াতে এবার বিশেষ অফারও চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট।
55
অভিবাসীদের তাড়াতে তৎপর ট্রাম্প
এর আগে দেশ থেকে অবৈধ অভিবাসী তাড়াতে ১০০০ ডলার পুরস্কারের কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অভিবাসী তাডা়তে সেই পুরস্কারমূল্য আরও বাড়িয়ে দিলেন তিনি। সব মিলিয়ে ট্রাম্প সরকারের এই সুবিধা নিয়ে জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত দেশ ছেড়েছেন প্রায় ১.৯ মিলিয়ন অবৈধ অভিবাসী।