- Home
- World News
- Bangladesh News
- বাংলাদেশে অব্যাহত নৈরাজ্য-অশান্তি, জেমসের কনসার্টে হামলা, বাতিল অনুষ্ঠান
বাংলাদেশে অব্যাহত নৈরাজ্য-অশান্তি, জেমসের কনসার্টে হামলা, বাতিল অনুষ্ঠান
Faridpur Violence: নৈরাজ্যের বাংলাদেশে অব্যাহত-অশান্তি আর বিদ্বেষ। এবার জনপ্রিয় রক গায়কের কনসার্টে হামলার অভিযোগ। প্রাণে বাঁচতে তড়িঘড়ি কনসার্ট ছাড়লেন জেমস। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

জেমসের কনসার্টে তাণ্ডব
দিন যত যাচ্ছে ততই নতুন করে চড়ছে বাংলাদেশে অশান্তির আগুন। এবার রক তারকা জেমস ও তার ব্যান্ডের অনুষ্ঠান ভেস্তে গেল বাংলাদেশে। অনুষ্ঠানের মাঝেই হামলাকারীদের তাণ্ডব। মুহুর্তের মধ্যে ভুণ্ডুল গোটা অনুষ্ঠান। এমনকি বিক্ষোভের জেরে গায়ককেও দ্রুত মঞ্চ ছাড়তে হয়। শুক্রবারের এই ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বয়ে গিয়েছে নিন্দার ঝড়।
কোথায় হামলা চালায় দুস্কৃতীরা
সূত্রের খবর, বাংলাদেশের ফরিদপুর জেলার জেলা বিদ্যালয়ের ১৮৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠান ছিল। আর সেখানেই গান করার কথা ছিলো জেমসের। কিন্তু অনুষ্ঠান শুরু হতেই বাধে বিপত্তি। গায়কের মঞ্চ লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকে হামলাকারীরা। ফলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় মূল অনুষ্ঠান।
কী বলছেন আয়োজকরা?
যদিও অনুষ্ঠানের আয়োজকদের দাবি হামলাকারীরা ছিলো বহিরাগত। তবে কে বা কারা এই গোটা ঘটনাটি ঘটিয়েছে সেই বিষয়ে অবশ্য বিস্তারিত তথ্য জানা যায়নি। অভিযোগ, অনুষ্ঠান শুরুর সময় থেকে মঞ্চের কাছাকাছি কয়েকজন অজ্ঞাত পরিচয়ের লোকজন হাঁটাহাঁটি করছিল। হঠাৎ করেই মঞ্চ লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়।
বহিরাগত তাণ্ডবে আহত পড়ুয়ারা
এদিকে গোটা ঘটনায় আয়োজকদের দাবি, বহিরাগত তাণ্ডবে আহত অন্তত ১৫ জন পড়ুয়া। হামলাকারীদের বিরুদ্ধে মঞ্চ দখলের চেষ্টার অভিযোগও তুলেছেন আয়োজকেরা। তবে হামলা চালালেও পড়ুয়াদের বাধা পেয়ে ঘটনাস্থল ছাড়েন হামলাকারীরা। ফলে এড়ানো গিয়েছে বড় ধরনের বিপদ। কোনও ক্ষতি হয়নি শিল্পীরও।
বাতিল অনুষ্ঠান
গোটা ঘটনায় আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে যে, অনুষ্ঠান চলাকালীন বহিরাগত তাণ্ডবে শিল্পীর কোনও ক্ষতি না হলেও পরে প্রশাসনের নির্দেশে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এদিকে গোটা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তীব্র ক্ষোভের আগুন।

