গাজায় বিশ্বশান্তি প্রতিষ্ঠা লক্ষ্য, 'বোর্ড অফ পিস' বৈঠকে ভারতকে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের

Published : Jan 19, 2026, 10:08 AM IST

Donald Trump News: মধ্যপ্রাচ্যের দেশ গাজায় শান্তি ফেরাতে এবার বড় পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতকে আমন্ত্রণ পাঠালো আমেরিকা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ভারতকে কীসের আমন্ত্রণ পত্র ট্রাম্পের?

যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি প্রতিষ্ঠা করতে এবার ভারতকে পাশে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বোর্ড অফ পিস’এ আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রবিবার রাতেই হোয়াইট হাউসের তরফে পাঠানো এই চিঠি পৌঁছে গিয়েছে নয়া দিল্লিতে। তবে চিঠির প্রত্যুত্তরে ভারত সরকারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও একই আমন্ত্রণ পত্র গিয়েছে পাকিস্তানের কাছেও। যদিও এই বোর্ড অফ পিস যে শুধুমাত্র গাজার জন্য নয় তা ট্রাম্পের এই পরিকল্পনা থেকেই বোঝা যাচ্ছে। 

25
আর কোন কোন দেশকে আমন্ত্রণ পাঠালো আমেরিকা?

সূত্রের খবর, ট্রাম্পের এই বোর্ড অফ পিস-এর মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে ভারত, পাকিস্তান ছাড়াও ফ্রান্স, জার্মানি, ইটালি, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, ইউরোপীয় কমিশনের অধীন দেশগুলি এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশকে ‘বোর্ড অফ পিস’-এর আমন্ত্রণ পাঠানো হয়েছে।

35
ট্রাম্প বার্তায় সাবধানী রাষ্ট্রনেতারা

যদিও ট্রাম্পের এই বার্তায় অত্যন্ত সাবধানী রাষ্ট্রনেতারা। সূত্রের খবর,  বিশ্বের অন্তত ৬০টি দেশের কাছে ট্রাম্পের এই ‘বোর্ড অফ পিস’-এর আমন্ত্রণ পত্র গেলেও বিষয়টি নিয়ে অত্যন্ত সাবধান রাষ্ট্রনেতারা। যদিও এই মুহুর্তে ট্রাম্পের এই আমন্ত্রণ পত্র গ্রহণে সাড়া দিয়েছে আমেরিকার অন্যতম বন্ধু রাষ্ট্র হাঙ্গেরি। হাঙ্গেরির পাশাপাশি ভিয়েতনামও ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। 

45
কী বলছেন রাষ্ট্রনেতারা?

ট্রাম্পের এই আমন্ত্রণপত্র শনিবার রাত থেকেই পৌঁছতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশে। তবে এখনই এই বিষয়ে কেউ কোনও উচ্চ বাচ্য না করলেও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন যে, ‘’আমাদের দিক থেকে যা করার, তা করতে আমরা প্রস্তুত।'' তবে তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন সেই বিষয়ে অবশ্য কোনও স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। 

55
কী বলছে ভারত?

এদিকে গত বছর মিশরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সম্মেলনে  ভারত-পাকিস্তান দুই দেশই আমন্ত্রিত ছিলো। তবে সেই অনুষ্ঠানে ভারত যেতে না পারলেও পাকিস্তানের তরফে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারতের তরফে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহকে  মিশরে পাঠানো হয়েছিল। 

Read more Photos on
click me!

Recommended Stories