- Home
- World News
- United States
- গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের ইচ্ছার বিরোধিতা, ফ্রান্স-ডেনমার্কে অতিরিক্ত শুল্ক বৃদ্ধির ঘোষণা আমেরিকার
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের ইচ্ছার বিরোধিতা, ফ্রান্স-ডেনমার্কে অতিরিক্ত শুল্ক বৃদ্ধির ঘোষণা আমেরিকার
Trump On Tariff: ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় এবার মার্কিন প্রেসিডেন্টের রোষানলে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ। ১ ফেব্রুয়ারি থেকে বাড়ছে শুল্কের বোঝা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফের শুল্ক হুঁশিয়ারি
কেবলমাত্র হুমকিই নয়। এবার হুঁশিয়ারিকে বাস্তবে রূপ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইউরোপের একাধিক দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন। গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনা আরও বাড়িয়ে তিনি এই সিদ্ধান্তকে বৈশ্বিক নিরাপত্তার সঙ্গে যুক্ত করেছেন। নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবে আমেরিকা।
কোন কোন দেশের ওপর শুল্ক হুঁশিয়ারি
গ্রিনল্যান্ড ইস্যুতে কোনও সমঝোতা না হলে আগামী ১ জুন ২০২৬ থেকে শুল্কহার ২৫ শতাংশে বাড়ানো হবে বলে সতর্ক করেছেন তিনি। রিপাবলিকান নেতা দাবি করেন, শতাব্দীর পর শতাব্দী ধরে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলিকে ‘ভর্তুকি’ দিয়ে এসেছে এবং এখন সেই দায়ভার ফেরত দেওয়ার সময় এসেছে ডেনমার্কের। তাঁর মন্তব্য, “বিশ্ব শান্তি এখন ঝুঁকির মুখে।”
কী কারণে ট্রাম্পের এই পদক্ষেপ?
সূত্রের খবর, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার স্বার্থে সম্ভাব্য এই বিপজ্জনক পরিস্থিতির দ্রুত ও নিশ্চিত অবসান ঘটাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে ঘোষণা করা হয়েছে যে, চলতি বছরের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পরবর্তী ধাপে, ১ জুন ২০২৬ থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।
ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে পাল্টা প্রতিক্রিয়া
শনিবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা জানান, আন্তর্জাতিক আইন রক্ষার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুমকি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। পাশাপাশি কোস্তা বলেন, ‘’বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি সমন্বিত প্রতিক্রিয়া প্রস্তুত করতে তিনি কাজ করছেন।''
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা
ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর ভূখণ্ড থেকেই আন্তর্জাতিক আইন রক্ষার দায়িত্ব শুরু হয় এবং বিশ্বের যেখানেই তা লঙ্ঘিত হোক না কেন, ইইউ দৃঢ় অবস্থান নেবে বলে মন্তব্য করেছেন ইইউ নেতা আন্তোনিও কস্তা। মারকোসুরের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই বক্তব্য রাখেন। ওই সময়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি দেন, কারণ তারা গ্রিনল্যান্ড দখলের তার ইচ্ছার বিরোধিতা করেছিল।

