গ্রিনল্যান্ডের অধিগ্রহণ না মানলেই চাপবে আরও শুল্ক! ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

Published : Jan 17, 2026, 09:51 AM IST

Donald Trump On Green Land: গ্রিণল্যান্ড অধিগ্রহণের হুঁশিয়ারির মধ্যেই বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
বড় কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

গ্রিণল্যান্ডের অধিগ্রহণের মধ্যেই বড় হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানা গিয়েছে, ট্রাম্পের গ্রিণল্যান্ড অধিগ্রহণের হুঁশিয়ারি কার্যত মানছে না বিশ্বের অধিকাংশ দেশ। তারই মধ্যে এবার শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, ট্রাম্প জানিয়েছেন গ্রিনল্যান্ড দখল নিয়ে আমেরিকার পরিকল্পনা যে সব দেশ মানবে না তাদের উপর চড়া শুল্ক চাপাবে আমেরিকা। 

25
কী বলছেন মার্কিন প্রেসিডেন্ট

জানা গিয়েছে, আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ডের দখল নেওয়া প্রয়োজন। এর ফলে মেরু অঞ্চলও সুরক্ষিত থাকবে বলে দাবি হোয়াইট হাউসের। সেই দাবির কথা জানিয়ে এবার ট্রাম্পের হুঁশিয়ারি বিশ্বের যে সমস্ত  দেশ আমেরিকার গ্রিনল্যান্ডের অধিগ্রহণ নিয়ে আপত্তি জানাবে সেই সমস্ত দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে আমেরিকা। 

35
কী বলছে আমেরিকা?

সূত্রের খবর, বুধবার ওয়াশিংটনে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠক হয় ড্যানিশ এবং গ্রিনল্যান্ডের বিদেশমন্ত্রীর। সেই বৈঠক প্রসঙ্গে ড্যানিশ বিদেশমন্ত্রী লার্স রাসমুসেন জানান, মার্কিন প্রশাসনের সঙ্গে একটি ‘মৌলিক মতবিরোধ’ রয়ে গিয়েছে। তিনি আশাবাদী, ওয়াশিংটন নিজের অবস্থান পরিবর্তন করবে। তবে ট্রাম্প আবার এক বার বুঝিয়ে দেন, নিজের দাবিতে তিনি অনড়।

45
কেন গ্রিনল্যান্ডের দখল চাই আমেরিকা?

ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০০০ কিলোমিটার দূরে অবস্থিত ৫৬ হাজার জনসংখ্যার ‘বিশ্বের বৃহত্তম দ্বীপ’ প্রায় ৩০০ বছর ধরে কোপেনহাগেন এর নিয়ন্ত্রণে। অভ্যন্তরীণ বিষয়গুলি পরিচালনা ও উন্নয়ন সংক্রান্ত দায়িত্ব দ্বীপটির স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ পালন করেন। আর বিদেশ এবং প্রতিরক্ষানীতি সংক্রান্ত সিদ্ধান্তগুলি নেয় ডেনমার্ক সরকার। তবে আমেরিকার দাবি, ভবিষ্যতে রাশিয়া এবং চিন থেকেই আমেরিকার মাটিতে আকাশপথে হামলা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা দূর করতেই গ্রিনল্যান্ডের দখল চায় ট্রাম্প প্রশাসন। আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

55
ওয়াশিংটনের দাবির বিরোধিতা

এদিকে গ্রিনল্যান্ড দখল নিয়ে আমেরিকার দাবিকে মানতে নারাজ বিশ্বের অধিকাংশ দেশ। যারফলে ডেনমার্ক দাবি করেছে যে, বেশ কয়েকটি ইউরোপীয় ইউনিয়ন মিলে তারা  নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে চলেছে। 

Read more Photos on
click me!

Recommended Stories