ভারতের সঙ্গে শুল্ক সঙ্ঘাতের মধ্যেই পুতিনের সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের, দুই রাষ্ট্রনেতার বৈঠককে স্বাগত নয়াদিল্লির

Published : Aug 10, 2025, 07:06 AM IST

Trump Putin Meeting: শুল্ক কর নিয়ে ভারত-মার্কিন উত্তেজনার মধ্যে এবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে জরুরি বৈঠকের ডাক দিলেন ডোনাল্ড ট্রাম্প। কোথায় হবে এই বৈঠক? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

PREV
15
ট্রাম্প-পুতিন বৈঠক

ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধের আবহেই এবার রাশিার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই বৈঠক করবেন এই দুই রাষ্ট্রনেতা। যখন কর ভারতের সঙ্গে তপ্ত মার্কিন সম্পর্ক সেই আবহে পুতিন-ট্রাম্প বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

25
কবে হবে বৈঠক?

জানা গিয়েছে, চলতি মাসের ১৫ অগাস্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি কেনায় যখন ভারতের ওপর ক্ষুদ্ধ ট্রাম্প। সেই আবহে এবার তার  সঙ্গে পুতিনের বৈঠকে কোন বিষয়ে আলোচনা হয় সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল। 

35
ট্রাম্প-পুতিন বৈঠককে স্বাগত

এদিকে ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বৈঠককে  স্বাগত জানিয়েছে  ভারত সরকার। এই বিষয়ে শনিবার রাতেই ভারতের বিদেশ মন্ত্রক থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, ট্রাম্প-পুতিন সাক্ষাতে এবার হয়ত থামতে পারে রুশ-ইউক্রেন যুদ্ধ। তবে বলা বাহুল্য, আমেরিকার সঙ্গে শুল্ক সঙ্ঘাতের মাঝেই ট্রাম্প-পুতিন সাক্ষাৎ নিয়ে ভারতের এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূ্র্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

45
পুতিনে ক্ষুদ্ধ ট্রাম্প!

একদিকে ভারত, অন্যদিকে রাশিয়া। বারবার বারণ সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি করা বন্ধ করেনি ভারত। যা  নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এই বিষয়ে ট্রাম্প আগেই স্পষ্ট জানিয়েছে যে, রাশিয়া থেকে ভারত যে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে সেই টাকা দিয়েই ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। শুধু তাই নয়, ইউক্রেনের সঙ্গে রাশিয়াকে যুদ্ধ বিরতির কথা বলা হলেও ট্রাম্পের এই কথা এখনও পর্যন্ত কানেই তোলেননি পুতিন। ফলে ১৫ অগাস্ট আলাস্কায় তাঁদের দুজনের কী কথা হয় সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। 

55
ভারতের ওপর ক্ষুদ্ধ ট্রাম্প

রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্রশস্ত্র কেনা নিয়ে এমনিতেই ভারতের আচরণে ক্ষুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তাতে কিছু যায় আসে না বলে আগেও বিবৃতি জারি করেছে ভারত সরকার। তারপরও থেমে থাকেননি ট্রাম্প। ভারতের উপর ফের ২৫ শতাংশ অর্থাৎ ৫০ শতাংশ করের বোঝা চাপিয়েছে আমেরিকা। যা কার্যকর হবে আগামী ২৭ অগাস্ট থেকে। যদিও ট্রাম্পের  এই করনীতি নিয়ে  মোটেও মাথা ঘামাতে রাজি নয় ভারত। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়েছেন যে, জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। 

Read more Photos on
click me!

Recommended Stories