Dilip Ghosh On RG kar Issues:  একদিকে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার শহরে। অন্যদিকে সিবিআইয়ে অনাস্থা নিয়ে বেসুরো বিজেপি নেতা দিলীপ ঘোষ। কী বলেছেন তিনি? বিশদে জানতে লিঙ্কে ক্লিক করুন… 

Dilip Ghosh On RG kar Issues: গত বছর ৯ অগাস্ট শহরের নামজাদা মেডিকেল কলেজ আরজি কর হাসপাতালে ঘটে গিয়েছিল নৃশংস ঘটনা। নাইট শিফটে ডিউটিরত পোস্ট গ্র্যাজুয়েট তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। বাংলার সীমাবা ছাড়িয়ে জাতীয়-আন্তর্জাতিক স্তরেও উঠেছিল প্রতিবাদের ঝড়। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন একজন। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তারপর কেটে গিয়েছে একবছর। ঘটনার তদন্ত ভার গিয়েছে সিবিআইয়ের হাতে। যদিও মেয়ের মৃত্যুর সুবিচার পেতে তাতেও ভরসা নেই নির্যাতিতা তরুণীর বাবা-মায়ের। আর এবার সেই সুরই শোনা গেল বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের গলাতে।

দিলীপ ঘোষ বলেন, ''যখন এমন জঘন্য অপরাধে সুবিচার মিলবে না, তখন স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সবপক্ষকে ঘিরে প্রশ্ন উঠবে। আদালতের মাধ্যমে নতুন করে নিরপেক্ষ তদন্ত শুরু হওয়া উচিত। অনেক তথ্য উপেক্ষিত হয়েছে। যারা তদন্ত করেছে, তাদের বাদ দিয়ে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত।'' এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেন দিলীপ ঘোষ।

তিনি আরও বলেন, ''নির্যাতিতার বাবা-মা এখনও সুবিচার পাননি। সাধারণ মানুষের বিশ্বাস এই মামলায় এখনও সুবিচার মেলেনি অভয়ার। আর তাইতো আজ রাস্তায় নেমেছেন তাঁরা। শাসকদল এই ঘটনা চেপে যেতে চাইছে। সরকার এই বিক্ষোভ-আন্দোলনকে এত ভয় পাচ্ছে বলেই এই কড়াকড়ি। এটা জনতার আন্দোলনের রূপ নিয়েছে। কত মানুষ রাস্তায় নেমেছে তা আন্দাজ করতে পারছে না সরকার। তাই প্রশাসনের এত কড়াকড়ি। এত পুলিশি সক্রিয়তা।''

অন্যদিকে, শনিবার অভয়ার মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযান গিরে রাজপথে শুরু ধুন্ধুমার। পুলিশের বিরুদ্ধে উঠেছে ব্যাপক ধস্তাধস্তি, লাঠিচার্জের অবিভোগ। দফায় দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। আর তাতেই দেখা গেল পুলিশের অতিসক্রিয় ভূমিকা। এদিন তিলোত্তমার ন্যায় বিচারে সামিল হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ''পুলিশ লাঠি দিয়ে পিটিয়েছে, কাউকে বাদ দেয়নি বাংলার পুলিশ। আমরা এসেছি গণতান্ত্রিক অধিকারে। মিছিলে একটাও বিজেপির পতাকা নেই। তাও পুলিশ পিটিয়েছে। এখনও মেরে যাচ্ছে। অভয়ার বাবা-মাকেও মেরেছে পুলিশ।'' এই অভিযোগ তুলে রাস্তাতেই বসে পড়েন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি বিধায়করা। ঘটনায় ১০০ জনেরও বেশি আহত হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।