'আবার ভারত আমাদের ভালোবাসবে', ভারতীয় পণ্যের ওপর কমছে অতিরিক্ত শুল্কের বোঝা! ইঙ্গিত ট্রাম্পের

Published : Nov 11, 2025, 02:58 PM IST

Donald Trump On Tariff: দীর্ঘ টালবাহানার পর অবশেষে কাছাকাছি ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি। কমতে চলেছে ভারতীয় পণ্যের ওপর শুল্কের হার। কী বলছেন ট্রাম্প? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
কাছাকাছি ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি

বাণিজ্য চুক্তির পথে ভারত ও আমেরিকা। দীর্ঘ সঙ্ঘাত কাটিয়ে এবার কাছাকাছি আসতে চলেছে ভারত ও আমেরিকা। ট্রাম্পের বক্তব্যে তেমনটাই মিলল ইঙ্গিত। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের সঙ্গে খুব শীঘ্রই বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হতে চলেছে আমেরিকা। হোয়াইট হাউস সূত্রে এমনটাই খবর। 

25
ভারতের ওপর শুল্ক প্রত্যাহার

শুধু তাই নয়, বাণিজ্য চুক্তি ছাড়াও ট্রাম্পের ইঙ্গিতে মিলেছে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক কমানোর আভাসও। সূত্রের খবর, সার্জিক গোরেকে ভারতের নতুন রাষ্ট্রদূত করে পাঠাচ্ছে আমেরিকা। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পরই হতে পারে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা। 

35
কী বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?

এদিন আমেরিকার ওভাল অফিসে গোরেকের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘’আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করতে চলেছি। যা আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে। এই মুহূর্তে ওরা আমাদের ভালোবাসে না ঠিকই, তবে ওরা আবার আমাদের ভালোবাসবে।'' 

45
বাণিজ্য চুক্তি নিয়ে কথা

এই বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘’আমাদের আগের চুক্তিটি অন্যায্য ছিল। এবার আমরা একটি ন্যায্য চুক্তি করছি। এরপর মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, স্কট আমার মনে হয় আমরা এমন একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি যা সবার জন্য ভালো হবে, তাই না?''

55
ভারতকে ভালোবাসার বার্তা

বাণিজ্য চুক্তিতেই থেমে না থেকে ট্রাম্প আরও বলেন যে, ‘’আমরা ভারতকে খুব ভালোবাসি। ওরাও আমাদের ভালোবাসে। রাশিয়ার থেকে তেল কেনার কারণে এই মুহূর্তে ভারতের উপর অনেক বেশি চাপানো হয়েছে। তবে আমাদের আবেদন মেনে ওরা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। ফলে আমরাও শুল্ক কমাতে চলেছি। এক পর্যায়ে, আমরা বাড়তি শুল্ক কমিয়ে আনব।'' যদিও ট্রাম্পের এই মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Read more Photos on
click me!

Recommended Stories