জি-৭ গ্রুপের বিদেশমন্ত্রীরা জানান ইউক্রেন সীমান্ত ধরে রাশিয়ার সামরিক কার্যকলাপ কম করা হয়েছে, এমন কোনও তথ্য প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। যা বেশ উদ্বেগের বিষয়।
শনিবার বিশ্ব দেখেছে রাশিয়ার (Russia) পরমাণু বাহিনীর মহড়া (nuclear forces)। সেই মহড়ায় উপস্থিত ছিলেন খোদ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (President Vladimir Putin)। ফলে ইউক্রেনের (Ukraine) ওপর রাশিয়ার হামলা করার আশঙ্কা আরও বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা যে কোনও সময় ইউক্রেনের ওপর হামলা করতে পারে মস্কো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ন্যাশনাল সিকিওরিটি টিম এমনই তথ্য জানিয়েছে।
এদিকে, মার্কিন হুশিয়ার উপেক্ষা করেই শনিবার রাশিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের ব্যাপক মহড়া চালাল। যা নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই স্ট্র্য়াটেজিক নিউক্লিয়ার ফোর্সের প্রয়োগ হয় এদিন। সহজ কথায় বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত তুঙ্গে। পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নেতারা ইতিমধ্যেই পূর্ণ সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।
জি-৭ গ্রুপের বিদেশমন্ত্রীরা জানান ইউক্রেন সীমান্ত ধরে রাশিয়ার সামরিক কার্যকলাপ কম করা হয়েছে, এমন কোনও তথ্য প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। যা বেশ উদ্বেগের বিষয়। সীমান্তের কাছে গুলি চলার পর কিয়েভ ও মস্কো একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। ইতিমধ্যে জার্মানি ও ফ্রান্স নিজেদের নাগরিকদের ফেরত যেতে অনুরোধ করেছে। মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিন বলেছেন, রুশ বাহিনী সীমান্তের কাছে যেতে শুরু করেছে। তবে অস্টিন আশা প্রকাশ করেছেন যে সংঘাতের রাস্তা থেকে হয়ত সরে আসবেন পুতিন। লিথুয়ানিয়াতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ইউক্রেনে হামলা চালানো কোনও সমাধানের পথ হতে পারে না।
মিউনিখে এক নিরাপত্তা সম্মেলনে তার হতাশা প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্বব্যাপী নিরাপত্তা প্রায় ভেঙে পড়েছে। তিনি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, জার্মানি এবং তুরস্ককে তার দেশের জন্য নতুন নিরাপত্তা গ্যারান্টি তৈরি করতে বৈঠক করার আহ্বান জানান। জেলেনস্কি বলেন, "বিশ্ব যে নিয়মে কয়েক দশক আগে একমত হয়েছিল তা আর কাজ করে না। এই বিষয়টা অনেকটা সেই একটি কাশির সিরাপের মত, যখন আপনার করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রয়োজন হয়।"
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস শনিবার জেলেনস্কিকে বলেন, ব্যাঙ্ক ইউক্রেনে ৩৫০ মিলিয়ন ডলার পর্যন্ত তহবিল প্রস্তুত করছে। এদিকে, ক্রেমলিন জানিয়েছে, পারমাণবিক বাহিনীর মহড়ার সময় রাশিয়া সফলভাবে সমুদ্রে হাইপারসনিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। পুতিন একটি কেন্দ্র থেকে বেলারুশিয়ান নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে পর্দায় অনুশীলনগুলি পর্যবেক্ষণ করেছেন।