নামাজের মধ্যেই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল মসজিদ, ইন্দোনেশিয়ায় আহত কমপক্ষে ৫৪ জন

Published : Nov 07, 2025, 03:26 PM IST

Jakarta Mosque Blast: শুক্রবারের নামাজের সময় তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনিশার উত্তর জাকার্তা শহরের একটি সমজিদ। বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত আহত অন্তত ৫৪ জন। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
ইন্দোনেশিয়ার মসজিদে বিস্ফোরণ

শুক্রবারের নামাজ চলাকালীন তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার উত্তর জাকার্তার একটি মসজিদ। ঘটনায় আহত অন্তত ৫৪ জন। এই বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, এদিন দুপুরে উত্তর জাকার্তা শহরের একটি স্কুলের পাশের মসজিদে এই হামলার ঘটনা ঘটে। 

25
বিস্ফোরণে বাড়ছে আহতের সংখ্যা

এই বিষয়ে জাকার্তার পুলিশ প্রধান আসেপ এদি সুউহেরি জানান, রাজধানীর উত্তরাংশে কেলাপা গাডিং এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। 

35
বিস্ফোরণের নেপথ্যে কারা?

যদিও কে বা কারা এই মসজিদে বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কোনও জঙ্গি সংগঠনের তরফেও এই হামলার দায় শিকার করা হয়নি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে জাকার্তা পুলিশ প্রশাসন। 

45
বর্তমান পরিস্থিতি কী?

শুক্রবার উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার নৌবাহিনীর একটি কমপাউন্ডের ভিতরে অবস্থিত মসজিদে স্থানীয় সময় দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেখানে ছুটে যান প্রশানের কর্তা ব্যক্তিরা। পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদেপ উদ্ধার করে। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

55
কী বলছে পুলিশ?

এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে- 

Read more Photos on
click me!

Recommended Stories