World News: মেরে ফেলা হবে ১০ লক্ষ কাক! কেন নেওয়া হল এমন ভয়াবহ সিদ্ধান্ত, জানলে শিউরে উঠবেন

মেরে ফেলা হবে ১০ লক্ষ কাক! কেন নেওয়া হল এমন ভয়াবহ সিদ্ধান্ত, জানলে শিউরে উঠবেন

Anulekha Kar | Published : Jun 19, 2024 6:00 PM IST
19
মেরে ফেলা হবে ১০ লক্ষ কাক!

ভারতে কাকের অভাব নেই। একে ঝাড়ুদার পাখি বলা হলেও পরিবেশের উপর নাকি মারাত্মক প্রভাব ফেলে এই পাখি।

29
মেরে ফেলা হবে ১০ লক্ষ কাক!

কেনিয়া নাকি কাকের তাণ্ডবে অতিষ্ঠ। তাই আগামী ৬ মাসে প্রায় ১২ লক্ষ কাককে হত্য করা হবে এই দেশে।

39
মেরে ফেলা হবে ১০ লক্ষ কাক!

এমনই জানিয়েছে কেনিয়া সরকার। কাকের অত্যাচারে কেনিয়ার উপকূলবর্তী এলাকায় দেখা যাচ্ছে না আর অন্যান্য পাখিদের।

49
মেরে ফেলা হবে ১০ লক্ষ কাক!

ভীষণ ভাবে বাড়ছে বংশবিস্তার। যার জেরে ভয়ে আর কেনিয়াতে থাকতে পারছে না অন্যান্য পাখির দল।

59
মেরে ফেলা হবে ১০ লক্ষ কাক!

অন্যান্য পাখির ডিমও খেয়ে নিচ্ছে কাক। তাই শেষমেশ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কেনিয়ার সরকার।

69
মেরে ফেলা হবে ১০ লক্ষ কাক!

এ ছাড়াও মারাত্মক ভাবে পরিবেশ দূষণ ঘটাচ্ছে এই পাখি। তাই পর্যটন কেন্দ্রেও অত্যন্ত প্রভাব পড়েছে।

79
মেরে ফেলা হবে ১০ লক্ষ কাক!

পর্যটকদের বিরক্ত করার কারণে হোটেল ব্যবসাতেও ক্ষতি হয়েছে।

89
মেরে ফেলা হবে ১০ লক্ষ কাক!

তাই বিষ প্রয়োগ করে মেরে ফেলা হবে ১০ লক্ষ কাকেদের। তবে এই বিষে অন্য পাখিদের কোনও ক্ষতি হবে না।

99
মেরে ফেলা হবে ১০ লক্ষ কাক!

ভারতেও কাকের অভাব নেই, তাই আগামী দিনে ভারতের একই হাল হবে কি না তা নিয়ে চিন্তিত পরিবেশবীদরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos