কলকাতার বুকেই লুকিয়ে রয়েছে হাজার হাজার এলিয়েন! বাসের পাশের যাত্রী ভিনগ্রহী নয়তো? বিজ্ঞানীদের গবেষণায় উঠে এল ভয়ঙ্কর তথ্য

পৃথিবীতেই লুকিয়ে রয়েছে হাজার হাজার এলিয়েন! বিজ্ঞানীদের গবেষণায় উঠে এল ভয়ঙ্কর তথ্য

Anulekha Kar | Published : Jun 14, 2024 10:00 AM / Updated: Jun 14 2024, 11:36 AM IST
19
পৃথিবীতেই আত্মগোপন করে রয়েছে এলিয়েনরা?

ভিনগ্রহের বাসিন্দাদের নিয়ে আগ্রহের শেষ নেই। প্রায় সকলের প্রশ্ন আসে কেমন দেখতে ভিনগ্রহীরা? ঠিক কোথায় থাকে তারা?

29
পৃথিবীতেই আত্মগোপন করে রয়েছে এলিয়েনরা?

আদৌ ভিনগ্রহীরা আছেন কি না তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। হাজার হাজার বছর ধরে গবেষণা করেও এর সঠিক কোনও উত্তর পাননি গবেষকেরা।

39
পৃথিবীতেই আত্মগোপন করে রয়েছে এলিয়েনরা?

তবে কি এই মহাবিশ্বে মানুষই সর্ব শ্রেষ্ঠ জীব? না মানুষের মতোই আরও অনেক জীব রয়েছে, যারা অন্যান্য গ্রহে থাকে।

49
পৃথিবীতেই আত্মগোপন করে রয়েছে এলিয়েনরা?

বিজ্ঞানীরা বলছেন এমন বেশ কিছু গ্রহ রয়েছে যেখানের মানুষের মতোই প্রাণী থাকার সম্ভাবনা রয়েছে। তবে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি দাবি শুনলে রীতিমতো চমকে যেতে হবে।

59
পৃথিবীতেই আত্মগোপন করে রয়েছে এলিয়েনরা?

পৃথিবীতেই না কি আত্মগোপন করে থাকেন ভিনগ্রহীরা? হবহু মানুষের ছদ্মবেশে থাকে এলিয়েন। শুধু তাই নয়, মানুষের মধ্যেই বসবাস করে তারা।

69
পৃথিবীতেই আত্মগোপন করে রয়েছে এলিয়েনরা?

হার্ভার্ড ইউনিভার্সিটির ‘হিউম্যান ফ্লোরিশিং প্রোগ্রামে’র গবেষকরা এই গবেষণাপত্র প্রকাশ করেছেন। তাতে লেখা রয়েছে ভিনগ্রহীরা চাঁদের মাটির নীচে থাকতে পারে বা মানুষের মধ্যেই লুকিয়ে থাকতে পারে।

79
পৃথিবীতেই আত্মগোপন করে রয়েছে এলিয়েনরা?

মাঝে মধ্যেই আকাশে স্পেশশিপ দেখা যায়, হয়ত পৃথিবীতে থাকা ভিনগ্রহীদের সঙ্গেই দেখা করতে আসে অন্যান্য ভিনগ্রহীরা। এই বিষয়ে অসংখ্য গবেষণা রয়েছে বলেও জানা যায় ওই গবেষণা পত্র থেকে।

89
পৃথিবীতেই আত্মগোপন করে রয়েছে এলিয়েনরা?

হাবার্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় দাবি করা হয়েছে প্রাচীন কালে পৃথিবীতে একটি উন্নত প্রযুক্তিগত সভ্যতা ছিল। সেই সভ্যতা ধ্বংস হয়ে গেলেও আজও সেই সভ্যতার কিছু মানুষ পৃথিবীতে রয়ে গিয়েছে।

99
পৃথিবীতেই আত্মগোপন করে রয়েছে এলিয়েনরা?

অথবা ভিনগ্রহীরা ভবিষ্যতের পৃথিবী থেকে এসে বর্তমান পৃথিবীতে এসে রয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos