Tsunami: ফের আছড়ে পড়বে ভয়ঙ্কর সুনামি! মিনিটে তছনছ হয়ে যেতে পারে এইসব দেশ, প্রকাশ্যে এল ভয়ঙ্কর রিপোর্ট

Published : Jun 19, 2024, 11:06 PM IST

ফের আছড়ে পড়বে ভয়ঙ্কর সুনামি! মিনিটে তছনছ হয়ে যেতে পারে এইসব দেশ, প্রকাশ্যে এল ভয়ঙ্কর রিপোর্ট

PREV
18

ভয়াবহ সুনামির আশঙ্কা! সামনে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। যা দেখে রীতিমতো আঁতকে উঠবেন।

28

১০০ ফুট উঁচুতে আছড়ে পড়বে ঢেউ। লণ্ডভণ্ড হবে জনজীবন। তছনছ হয়ে যাবে বহু বাসস্থান। এমনই আশঙ্কা করে হয়েছে একটি রিপোর্টে।

38

জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও কানাডার মধ্যে ৬০০ মাইল দীর্ঘ ক্যাসকাডিয়া সাবডাকশন জোন ফল্ট লাইনে সমস্যা রয়েছে। এই কারণেই দেখা দিতে পারে সুনামি।

48

৭ জুনের একটি রিপোর্টে আশঙ্কা করা হয়েছে ভয়াবহ ভূমিকম্পের। এই ভূমিকম্পের কারণেই দেখা দেবে সুনামি।

58

এই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে প্রায় ৯ বলে জানা গিয়েছে ‘সায়েন্স অ্যাডভান্স’ এর রিপোর্টে।

68

ক্যাসকেডিয়া সাবসেকশন জোনের প্লেট সরে যাওয়ার করাণেই দেখা দিতে পারে এই প্রাকৃতিক বিপর্যয়।

78

জিওফিজিক্যাল যন্ত্রের সাহায্যে পরীক্ষা-নিরীক্ষা চালাতে গিয়েই পাওয়া গিয়েছে এই ভয়ঙ্কর বিপর্যয়ের তথ্য।

88

এই ভয়ঙ্কর ভূমিকম্পের কারণে মারাত্মক বাবে ক্ষতিগ্রস্থ হতে পারে ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটন।

click me!

Recommended Stories