মৃত্যুর কুয়ো! গ্লোব অফ ডেথ-এ উত্তাল বেগে ঘুরছিল বাইক, হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল শরীর!

Published : Oct 25, 2023, 09:18 PM IST
bike fire

সংক্ষিপ্ত

মেলা বা থিম পার্কে গ্লোব অফ ডেথ-এর মধ্যে মোটরবাইকের চক্কর দেখে আমরা অনেকেই মজা পাই, সেই মজার কাণ্ডই বদলে গেল ভয়াবহ আতঙ্কে!

গ্লোব অফ ডেথ বা ডোম অফ ডেথ, যাকে বাংলায় বলা হয় ‘মৃত্যুর কুয়ো’, সেই কুয়োতেই চূড়ান্ত গতিতে ঘুরতে থাকে গাড়ি। সারা পৃথিবীতেই এই বিপজ্জনক খেলা ব্যাপক জনপ্রিয়। এই মরণখেলা দেখা জন্য দূরদূরান্ত থেকে মেলা বা যে কোনও জায়গায় ভিড় করে জমায়েত হন প্রচুর মানুষ। চিন দেশেও ঘটেছিল এমনই জমায়েত। ভিড়ের মধ্যে আচমকা সেই মজার কাণ্ডই বদলে গেল ভয়াবহ আতঙ্কে!

চিন দেশের শানজি প্রদেশে একটি সার্কাস আয়োজিত হয়েছিল যেখানে মরণ-কুয়োয় বাইকের খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন প্রচুর মানুষ। গ্লোব-টিকে ঘিরে বসেছিল শিশু থেকে বৃদ্ধ, বিভিন্ন বয়সের উৎসাহী জনতা। দু'জন বাইক -স্টান্টম্যান অতি দ্রুত বেগে ওই গ্লোবের ভেতরে ঘোরা শুরু করেন। তাঁদের বাইক থেকে ছড়াচ্ছিল আগুনের ফুলকি। আচমকাই কোনও অজানা গোলযোগের কারণে এক বাইক আরোহী গতি হারিয়ে ফেলেন। আর, তার ফলেই ঘটে যায় মারাত্মক বিপদ!

বাইক নিয়ে সটান লোহার গ্লোবের ভেতরে একেবারে তলায় এসে পড়েন ওই আরোহী। বাইকটি পড়ামাত্রই সঙ্গে সঙ্গে দাউদাউ করে ভয়ঙ্করভাবে আগুন জ্বলে ওঠে। বাইকের চালকও ওই আগুনের মধ্যেই নিরুপায় হয়ে বেরোতে না পেরে দাউদাউ করে জ্বলতে থাকেন। আগুন দেখে আশেপাশের দর্শকরাও পড়িমরি করে ছুটতে থাকেন। অন্য আরেকজন স্টান্টম্যান ওই আগুনের মধ্যে পড়ে গিয়ে পুড়ে যাওয়ার ভয়ে গ্লোবের মধ্যেই একই গতিতে বাইক চালিয়ে ক্রমাগত ঘুরে চলতে থাকেন। 

গ্লোব অফ ডেথ-এর অন্যান্য কর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে এসে পুড়তে থাকা স্টান্টম্যানকে নীচের দরজা খুলে বের করে নিয়ে আসেন। ততক্ষণে তিনি প্রায় জ্ঞানশূন্য, তার শরীরের অবস্থা অত্যন্ত সংকটজনক। অতি দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। 


আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

PREV
click me!

Recommended Stories

আওয়ামি লিগের যোগদান নিষিদ্ধ, বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা
গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তানের প্রাক্তন ISI প্রধানের জেল