Viral News: 'আমার বেবিদের জন্য প্লিজ উঁচু চেয়ার দিন', পুতুলদের জন্য মহিলার আবদার শুনে থ হয়ে গেলেন কর্মীরা!

জন্মদিন পালনের জন্য রেস্তোরাঁয় গিয়েছিলেন এক মহিলা, তবে সেটা নিজের জন্মদিন নয়! আবদার শুনে হোটেলের কর্মীরা হতভম্ব। 

Sahely Sen | Published : Oct 25, 2023 1:57 PM IST

পুতুল খেলার বয়স কি আমরা কখনও পেরিয়ে যাই? বোধহয় না। কিন্তু, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন পারিপার্শ্বিক অনুষঙ্গও বদলে যেতে থাকে, তখন 'পুতুল' আর ‘খেলা’ থাকে না, সেটা জীবন-চর্চার মধ্যে ঢুকে পড়ে। পুতুলরা তখন পরিবারেরই এক-একজন সদস্য, তারা আর পার্থিব কোনও ‘বস্তু’ থাকে না। তেমনই ধারণার বিষয়টা স্পষ্ট হয়ে গেল এক চিন-দেশীয় মহিলার কাণ্ডে। 

নিজের পুতুলদের নিয়ে সটান রেস্তোরাঁয় খেতে চলে গেলেন এক মহিলা। উদ্দেশ্য ছিল, জন্মদিন পালন করা। তবে সেটা নিজের জন্মদিন নয়! নিজের এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে তিনি যখন অতগুলি পুতুল নিয়ে চিন দেশের হুনান প্রদেশের রেস্তোরাঁর ভেতরে ঢুকলেন, তখনই কর্মীদের নজর পড়েছিল তাঁর দিকে। এরপর তিনি হাই-ডি-লাও নামের ওই রেস্তোরাঁর কর্মীদের কাছে আবদার করলেন, ‘আমার পুতুলদের জন্যেও প্লিজ একটা করে চেয়ার দিন’। স্বাভাবিকভাবেই, রেস্তোরাঁর কর্মী প্রায় হতভম্ব হয়ে গেলেন, তিনি উলটে ওই মহিলাকে প্রশ্ন করলেন, ‘আপনি কি সত্যিই এটা চাইছেন?’ এই প্রশ্নটি শুনে ওই মহিলা মোটেই খুশি হলেন না।

তবে, শুধু চেয়ার চাওয়াতেই আবদারের শেষ নয়। কর্মীরা যখন প্রত্যেকটি পুতুলের জন্য আলাদা আলাদা চেয়ার নিয়ে এলেন, ওই মহিলা তখন তাদের জন্য ছোট শিশুদের জন্য বরাদ্দ রাখা উঁচু চেয়ার দাবি করলেন। কারণ, তাঁর পুতুলরা সবাই আকারে ছোট, পূর্ণবয়স্ক মানুষের মতো নিচু চেয়ারে বসলে তারা টেবিলে রাখা খাবারের মুখোমুখি হতে পারবে না। এরপর নিজের জন্য, নিজের সঙ্গীর জন্য এবং নিজের প্রত্যেকটি পুতুলের জন্য তিনি খাবার অর্ডার করলেন। 

খাবার আসার পর ওই মহিলা এবং সঙ্গী মিলে প্রত্যেকটি খাবার খেয়ে শেষ করলেন, পুতুলদের জন্য অর্ডার করা খাবারও তাঁরা নিজেরাই খেলেন। এরপর তিনি রেস্তোরাঁর কর্মীদের কাছে আবদার করে বসলেন, ‘আমি কি এখানে আমার পুতুলের জন্মদিনটা উদযাপন করতে পারি?’ তখন সরাসরি ধৈর্য্যের বাঁধ ভেঙে রেস্তোরাঁর কর্তৃপক্ষ তাঁকে বিনত ভাষায় ‘না’ বলে দিলেন। এতে তিনি খুবই দুঃখ পেলেন এবং নিজের সঙ্গী ও পুতুলদের নিয়ে তৎক্ষণাৎ হোটেলের বিল মিটিয়ে বেরিয়ে গেলেন।

পরে, চিন দেশের সোশ্যাল মিডিয়া অ্যাপ-এর অ্যাকাউন্ট থেকে হাই-ডি-লাও নামের ওই রেস্তোরাঁর বিরুদ্ধে অনাচার করার অভিযোগ তুলেছেন ওই পুতুল-প্রেমী মহিলা। তাঁর পুতুলদের জন্মদিন কেন পালন করতে দেওয়া হল না, সেই প্রশ্ন তুলেও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি! 
 
আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

Share this article
click me!

Latest Videos

আড্ডার মাঝেই হঠাৎ হামলা মত্ত যুবকের! লাঠির আঘাতে আহত ৪, চুঁচুড়ায় চাঞ্চল্য! | Hooghly News Today
গেদে সিমান্তে বন্ধ ভিসা! বাংলাদেশ অশান্তিতে বিপাকে ব্যবসায়ীরা! | Nadia News Today
সোমবার থেকে অচল জলপথ! ভেসেল ধর্মঘটে নিত্যযাত্রীদের চরম ভগান্তি! | South 24 Parganas News Today
Suvendu Adhikari : মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী, সারলেন জনসংযোগ
Live: তালডাংরায় নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার সুকান্ত মজুমদারের, দেখুন সরাসরি