রুশ ড্রোন হামলায় তছনছ ইউক্রেনের রেল স্টেশন, চলন্ত ট্রেনের মধ্যে অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত অন্তত ৩০

Published : Oct 05, 2025, 08:18 AM IST

Russia Attack In Ukraine: ট্রাম্পের সংঘর্ষ বিরতির বার্তা লঙ্ঘন করে ফের ইউক্রেনে হামলা চালালো রাশিয়া। রুশ হামলায় তছনছ ইউক্রেনের রেল স্টেশন। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ইউক্রেনে হামলা রাশিয়ার

ট্রাম্পের চোখ রাঙানি উপেক্ষা করেই ফের নির্বিচারে ইউক্রেনে হামলা চালাল রুশ বাহিনী। রুশ হামলায় মুহুর্তের মধ্যে তছনছ ইউক্রেনের একটি রেল স্টেশন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইউক্রেনের রেল স্টেশনে ট্রেনে ড্রোন হামলা চালায় রাশিয়া। যারফলে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অনেকের। 

25
ইউক্রেনে হামলা পুতিনের

সূত্রের খবর, শনিবার ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলের একটি রেল স্টেশনে ড্রোন হামলা চালাল রুশ সেনা। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চলন্ত ট্রেনে ড্রোন হামলার জেরে আগুনে পুড়ে বহু মানুষ মারা গিয়েছে। 

35
রাশিয়াকে তোপ জেলেনস্কির

এদিকে ইউক্রেনের রেল স্টেশনে হামলার ঘটনায় রাশিয়াকে ‘চরম অসভ্য’ বলে কটাক্ষ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানিয়েছেন যে, পরিবহন মাধ্যমে রাশিয়ার এই আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। রুশ বাহিনীর ড্রোন হামলার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের ও নিহতদের উদ্ধারে হাত লাগিয়েছে সেনা। 

45
অব্যাহত যুদ্ধ

এদিকে গত তিন বছর ধরে ইউক্রেনের সঙ্গে সঙ্ঘর্ষ চালাচ্ছে রাশিয়া। রুশ  হামলায়  ধ্বংস একের পর এক ইউক্রেনের শহর। বিপর্যস্ত জনজীবন। বিভিন্ন দেশের তরফে রাশিয়াকে বারবার যুদ্ধ বন্ধের কথা জানানো হলেও এখনও যুদ্ধ থামায়নি রাশিয়া। 

55
রুশ-ইউক্রেন দ্বন্ধ

গত জুলাই মাসে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ ও একটেবিলে বসে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার বার্তা দেন ট্রাম্প। যদিও তাতে দুই দেশ কিছুটা সম্মত হলেও জেলেনস্কি-পুতিনকে একটেবিলে বসাতে ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট। আর এরই মধ্যে ফের ইউক্রেনে হামলা চালালো রাশিয়া। 

Read more Photos on
click me!

Recommended Stories