- Home
- West Bengal
- Kolkata
- ধনদেবীর আরাধনার দিনে শহরে চলবে কম মেট্রো, জানুন কলকাতা মেট্রোর একাধিক রুটে পরিষেবা শুরুর সময়সূচি
ধনদেবীর আরাধনার দিনে শহরে চলবে কম মেট্রো, জানুন কলকাতা মেট্রোর একাধিক রুটে পরিষেবা শুরুর সময়সূচি
Kolkata Metro: একটা উৎসব শেষ হতে না হতেই সোমবার বাংলার ঘরে ঘরে আয়োজিত হতে চলেছে লক্ষ্মীপুজো। ফলে ওই দিন সরকারি ছুটি থাকায় মেট্রোও চলবে অনেক কম। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

সপ্তাহের শুরুতেই চলবে কম মেট্রো
সোমবার লক্ষ্মীপুজোর দিন পড়ায় রাস্তাতেও চলবে কম মেট্রো। এই বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সোমবার কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলবে ২৩৬টি মেট্রো।
কোন কোন রুটে মিলবে স্বাভাবিক পরিষেবা
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, তবে ওই দিন পার্পল লাইন, অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইনে প্রতিদিনের মতোই স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা। এদিকে যাত্রীদের একাংশের মতে, ব্লু লাইনে যেহেতু অফিস টাইমে সব থেকে বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করে ফলে মেট্রো সংখ্যা কমিয়ে দেওয়ায় সপ্তাহের প্রথম দিনেই বাড়তে পারে যাত্রী চাপ।
কী বলছে মেট্রো কর্তৃপক্ষ?
এই বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, যেহেতু অন্যান্য দিন ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৭২টি মেট্রো যাতায়াত করে। কিন্তু কোজাগরী লক্ষ্মীপুজোর দিন সেই সংখ্যাটা কমে দাঁড়াচ্ছে ২৩৬। ফলে ওই দিন আপ ও ডাইন লাইনে ১১৮ টি করে মেট্রো চলবে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় সূচিতে কোনও বদল নেই।
ব্লু লাইনে মেট্রো পরিষেবা
সোমবার ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে- নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৬টা ৫০ মিনিটে। এবং ৬.৫৪ মিনিটে ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। ৬টা ৫৫ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে।
শেষ মেট্রোর সময় সূচি
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ডাউন লাইনে রাতের শেষ মেট্রো ছাড়বে ৯টা ২৮ মিনিটে। এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো রয়েছে রাত ৯টা ৩৩ মিনিটে। ও শহিদ ক্ষুদিরাম থেকে দমদম মেট্রো স্টেশন পর্যন্ত শেষ মেট্রো চলবে রাত ৯টা ৪৩ মিনিটে। এরপর আর মিলবে না কোনওরকম মেট্রো পরিষেবা।

