Baba Vanga: পৃথিবী ধ্বংসের শুরু ২০২৫-এ, মানুষ পাততাড়ি গুটিয়ে চলে যাবে- ভয়ঙ্কর ভবিষ্য়দ্বাণী বাবা ভাঙ্গার

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী আগামী ৫০৭৯ সাল পর্যন্ত মানব সভ্যতা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হবে না। তবে ধ্বংসের শুরু ২০২৫ সাল। আর বাকি মাত্র ৬ টা মাস।

 

ভবিষ্যৎ অনিশ্চিত! কিন্তু কেমন হবে সেই ভবিষ্যৎ- ভয়ঙ্কর না সুন্দর- তার চর্চায় অনেক বাস্তববাদী মানুষও রাতের পর রাত জেগে থাকে, দুই চোখের পাতা এক করতে পারে না। কিন্তু সেই ভবিষ্যৎ যদি হয় বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে - তবে তা অনেকটাই আতঙ্ক তৈরি করে। কিন্তু বুলগেরিয়ান বাবা ভাঙ্গা কিন্তু পৃথিবী ধ্বংসের ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। তেমনই দাবি করেছেন তাঁর অনুগামীরা। সম্প্রতি সামনে এসেছে সেই তথ্য। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী এখনই চিন্তুার কোনও কারণ নেই। তবে, ধ্বংসের ভিতের সূচনা হবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকেই।

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী আগামী ৫০৭৯ সাল পর্যন্ত মানব সভ্যতা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হবে না। তবে ধ্বংসের শুরু ২০২৫ সাল। আর বাকি মাত্র ৬ টা মাস। বাবাভাঙ্গা দাবি করেছিলেন ইউরোপের সংঘাত ২০২৫ সালের মধ্যে মহাদেশের জনসংখ্যার বিশাল ক্ষতি করবে। রাশিয়া ইউক্রেন ও প্যালেস্টাইন -ইজারায়েল সংঘাতের এই পূর্বাভাস কিন্তু যথেষ্ট উদ্বেগের।

Latest Videos

এক নজরে দেখে নিনি বাবা ভাঙ্গার পূর্বাভাসঃ

২০২৫ সাল - ইউরোপের সংঘাত মাহাদেশের জনসংখ্যা অনেক কমিয়ে দেবে।

২০২৮ সাল- মানুষ শুক্রকে শক্তির উৎস হিসেবে অন্বেষণ শুরু করবে বলেও আশা করা হয়েছে।

২০৩৩ সাল- মেরু অঞ্চলের বরফ গলে যাবে। পৃথিবীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করবে।

২০৭৬ সাল- কমিউনিজম সারা বিশ্বের ছড়িয়ে পড়বে।

২১৩০ সাল- মানুষ এলিয়ান বা ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে।

৩০১৭ সাল- পৃথিবী মঙ্গলে সভ্যতা স্থাপন করতে পারবে।

৩৭৮৭ সাল- মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে। কারণ এই গ্রহ ততদিনে বসবাসের জন্য পুরোপুরি অযোগ্য হয়ে যাবে।

৫০৭৯ সাল- পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

এর আগেও বাবা ভাঙ্গার বেশ কিছু ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। যার মধ্যে রয়েছে ডায়নার মৃত্যু, আমেরিকার টুইন টাওয়ারে হামলা। ২০২৪ সালে AI এর বিশ্ব জয়ের ভবিষ্যদ্বাণীও করেছিলেন বাবাভাঙ্গা।

Share this article
click me!

Latest Videos

সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari