মন-কী-বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলার দুর্নীতি নিয়ে সরকারকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের

একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য ছিল, “জেলায় জেলায় নেতারা দল ছাড়তে ছাড়তে একসময় তৃণমূল দলটাই উঠে যাবে।” 

বড়দিনে বাঁকুড়া শহরের লোকপুর এলাকায় নিজের বুথে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। রবিবার সকালে এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, “ভারত বিশ্বের জি ২০ দেশগুলির সভাপতিত্বের সুযোগ পেয়েছে। এটা ভারতবাসীদের কাছে যথেষ্ট গর্বের বিষয়।” তবে, শুধু কেন্দ্র সরকারের প্রশংসাতে শেষ নয়, পশ্চিমবঙ্গ সরকারের অন্দরে বিতর্কিত একাধিক ‘দুর্নীতি’ নিয়েও সরব হন মন্ত্রী।

প্রথমে আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে দোষী করেন শিক্ষা প্রতিমন্ত্রী। তাঁর কথায়, “আবাস যোজনায় শুধু নাম বাদ দিলে হবে না, কীভাবে নাম ঢুকল তার তদন্ত দরকার। নাহলে একশো দিনের কাজের প্রকল্পের মতো আবাস যোজনাতেও আটকে যেতে পারে টাকা।” তিনি আরও বলেন, “এ রাজ্যে নতুন একটি ভালো সরকার না আসা পর্যন্ত আবাস যোজনা প্রকল্পেও টাকা আটকে দিতে পারে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর।” মুর্শিদাবাদে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ ১৭ জন সদস্যের ইস্তফা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, “মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছে। তৃণমূল মুর্শিদাবাদ জেলাকে নিজেদের ‘গড়’ বলে ভাবে। সেখানেই এটা শুরু হয়েছে। এবার জেলায় জেলায় এমনটা হবে। তৃণমূল দলটাই উঠে যাবে।”


 

Latest Videos

সম্প্রতি নন্দীগ্রামে শিক্ষক সংগঠনের নির্বাচনে বিজেপির জয়ের কারণে তৃণমূলের ‘ভয়’ প্রসঙ্গে সুভাষ সরকার বলেন, “তৃণমূলের এই ভয় এখন স্বাভাবিক। চুরি ও দুর্নীতিতে দলের প্রাণভোমরা মন্ত্রী নেতারা সব জেলে। একশো দিনের কাজ ও আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে, সেগুলো যেভাবে প্রকাশ্যে আসছে তাতে দলের অনেক রথী মহারথীরা ধরা পড়ে যাবে। তৃণমূলের অন্দরে এখন সেই ভয় কাজ করছে।”

কলকাতার নন্দন সিনেমা হলে মিঠুন চক্রবর্তী অভিনীত 'প্রজাপতি' ছবিটি জায়গা না পাওয়া প্রসঙ্গে সুভাষ সরকার বলেন, “তৃণমূল ভয় পাচ্ছে। বিজেপির অন্যান্য নেতাদের মতো মিঠুন চক্রবর্তী যেখানে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে। মিঠুন চক্রবর্তীর ভয়ে সাংস্কৃতিক জগৎকে দূরে সরিয়ে রাখলে তা মানুষ ভালোভাবে নেবে না।”



আরও পড়ুন-
করোনার আশঙ্কার মাঝেই এবার বুস্টার ডোজ নিয়ে কেন্দ্রের অনীহা, ৩ মাস ধরে বন্ধ প্রতিষেধক পাঠানো
ভারত জুড়ে করোনা ভাইরাসের ব্যাপক আশঙ্কা, বাংলায় এসেও বিজেপির জনসভায় আসবেন না নরেন্দ্র মোদী
রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের মাঝেই ইউক্রেনকে অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তান, চাঞ্চল্যকর তথ্য উঠে এল রুশ সংবাদমাধ্যমে

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury