চন্দ্রযান ৩ নাকি, লুনা ২৫! ভারত এবং রাশিয়ার দৌড়ে কে আগে ছুঁতে পারবে চাঁদের মাটি?

Published : Aug 20, 2023, 10:52 AM IST
chandrayaan 3 and luna 25

সংক্ষিপ্ত

‘জরুরি অবস্থা’-এ রয়েছে রাশিয়ার চন্দ্রযান লুনা ২৫। ২৩ অগাস্ট যদি ভারতের চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে নামার চেষ্টা করে, তার আগেই কি চাঁদের মাটি ছুঁয়ে ফেলবে রাশিয়া? 

মাস বা দিন নয়, এবার মাত্র কয়েক ঘণ্টার হিসেব। মিনিটে মিনিটে চাঁদের ভূমির আরও কাছাকাছি পৌঁছচ্ছে ভারতের ISRO সংস্থার প্রেরিত মহাকাশযান ‘চন্দ্রযান ৩’। বিজ্ঞানীদের হিসেব বলছে, ২৩ অগাস্ট, বুধবার রাতের দিকেই চাঁদের মাটি স্পর্শ করার সম্ভাবনা রয়েছে এই চন্দ্রযানের। কিন্তু, ১৪ জুলাই যখন ভারতের এই মহাকাশযান নিয়ে সারা পৃথিবী জুড়ে হইচই শুরু হয়ে গিয়েছিল, তখনই বিপরীত দিকে আরেক তোড়জোড় শুরু করেছিল ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। প্রায় এক মাস পর তড়িঘড়ি করে ১০ অগাস্ট আরও একটি চাঁদের গাড়ি পাঠিয়েছে রাশিয়ার মহাকাশ সংস্থা ‘রসকসমস’, সেই যানের নাম ‘লুনা ২৫’ (Luna 25)।

লুনা ২৫-ও ভারতকে টেক্কা দিয়ে ২১ অগাস্ট তারিখে চাঁদে নামার লক্ষ্যমাত্রা রেখেছে। এই যানটিও চাঁদের দক্ষিণ মেরুতেই পা রাখতে চলেছে, যেখানে নামার লক্ষ্য রেখেছে চন্দ্রযান ৩। এখন প্রশ্ন হল, তাহলে ভারত এবং রাশিয়া, ISRO এবং ROSCOSMOS-এর মধ্যে কাদের চন্দ্রযান আগে চাঁদের ভূমি স্পর্শ করে দক্ষিণমেরুতে পৌঁছতে পারার ইতিহাস সৃষ্টি করবে? রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা যা জানাচ্ছে, তাতে কিন্তু স্পষ্ট রয়েছে হতাশার বার্তা।
(বিস্তারিত পড়ুন: ভারতকে টক্কর দিচ্ছে রাশিয়া, চন্দ্রযানের আগেই চাঁদে পৌঁছে যাবে লুনা?)

রসকসমসের তরফে জানানো হয়েছে, একেবারে শেষ ধাপে এসে তৈরি হয়েছে ‘জরুরি অবস্থা’। লুনা ২৫-এর শেষ লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। চাঁদে অবতরণের ঠিক আগেই ম্যানুভারের (Manoeuvre) সময়ে সঙ্কট তৈরি হয়েছে। ১৯ অগাস্ট শনিবার চাঁদে ল্যান্ড করার একেবারে পূর্ব মুহূর্তের কক্ষপথে পৌঁছনোর কথা ছিল লুনা ২৫-এর। সেই অনুযায়ী তাকে পরিচালনা করেছিলেন রাশিয়ার বিজ্ঞানীরা। কিন্তু, জানা যাচ্ছে যে, সঠিক নির্দেশ মেনে কাজ করেনি লুনা-২৫। যান্ত্রিক গোলযোগের কারণেই এমন ঘটেছে বলে জানানো হচ্ছে। সেজন্য পরিকল্পনা অনুযায়ী কক্ষপক্ষ বদল করতে পারেনি Luna 25। তাহলে কি অন্য পথ অনুসরণ করে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে লুনা? সেক্ষেত্রে ভারতের তুলনায় অবতরণ করতে দেরি হবে কিনা, অথবা বিজ্ঞানীরা এর অবতরণ অসম্ভব বলেই মনে করছেন কিনা, সে বিষয়ে অবশ্য ROSCOSMOS-এর তরফ থেকে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন-

Ram Mandir: ‘রাম মন্দির’ এবার খাস কলকাতায়, উদ্বোধনে আসতে পারেন স্বয়ং অমিত শাহ
Rakhi Purnima 2023: সাবধান! এবছর রাখী পূর্ণিমায় পড়তে চলেছে ভাদ্রের ছায়া, জ্যোতিষ শাস্ত্র মতে উৎসবের তারিখ ও শুভ সময় কখন?
১৬ বছর বয়সে যৌন সম্পর্ক কি ‘ধর্ষণ’? পুরনো আইন বাতিল করতে সরকারের মতামত চাইল সুপ্রিম কোর্ট
যৌন সঙ্গমে আপত্তি! প্রেমিকাকে স্ক্রু ড্রাইভার দিয়ে কোপালেন প্রেমিক, হরিয়ানায় ভয়ঙ্কর ঘটনা

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
ইন্দোনেশিয়ার জাকার্তার বহুতলে বিধ্বংসী আগুন, দুর্ঘটনায় মৃত অন্তত ২০ জন