সংক্ষিপ্ত
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে যে, প্রথম ভূমিকম্পটি আঘাত হেনেছে দুপুর দেড়টা নাগাদ।
ভূমিকম্পের আতঙ্কে যখন কাঁটা হয়ে আছে প্রাচ্যের প্রায় প্রত্যেকটি দেশ, তখনই ২০২২-এর শেষ দিক থেকেই লক্ষ্য করা যাচ্ছে যে, বারবার কম্পন অনুভূত হচ্ছে সারা ভারত জুড়ে। প্রধানত উত্তর ভারত এই কম্পনের মূল শিকার হলেও ভারতের পূর্ব এবং পশ্চিমও বাদ যাচ্ছে না ভূকম্পনের আঘাত থেকে।
মঙ্গলবার রাতে ভূটানের ঝিয়াং প্রদেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়। মঙ্গলবারের পর বুধবার দুপুর পর্যন্ত আর কোনও কম্পন অনুভূত হয়নি। কিন্তু, মাত্র ষোলো ঘণ্টা পেরোতেই বুধবার দুপুর দেড়টা নাগাদ কেঁপে উঠল উত্তরাখণ্ড। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে যে, প্রথম ভূমিকম্পটি আঘাত হেনেছে দুপুর ১টা বেজে ৩০ মিনিটে। কেন্দ্রস্থল ছিল উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে ১৪৩ কিলোমিটার পূর্ব দিকে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪ এবং উৎসস্থল ছিল মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
এরপর দ্বিতীয় কম্পনটি হয় রাত আড়াইটে নাগাদ। এটি আঘাত হেনেছে অরুণাচল প্রদেশের চিন সীমান্তের কাছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার মধ্যরাতে ভারতের দ্বিতীয় ভূমিকম্পটির উৎসস্থল ছিল অরুণাচল প্রদেশের তাওয়াং-এর থেকে ৩৭ কিলোমিটার পূর্ব দিকে। রাত ২টো বেজে ২৫ মিনিট নাগাদ এই কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১ এবং উৎসস্থল ছিল মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে, দুটি কম্পনের পর স্থানীয় প্রশাসনের সূত্রে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন-
একসময়ে যাঁর কোমরের ভাঁজে দোলা লাগত সারা বলিউড দুনিয়ার বুকে, সেই জিনাত আমন ইন্সটাগ্রামে পোস্ট করলেন নিজের অচেনা কিছু ছবি
প্রাইমারি স্কুলের শিক্ষিকা হয়েও পড়াতে যেতেন না বহুদিন, এবার বন্ধ করে দেওয়া হল অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের বেতন
চাকরি দেওয়ার নাম করে পাঁচ-সাত বছর ধরে মহিলাকে যৌন হেনস্থা, সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ