'নির্বাচন করানোর কোনও সদিচ্ছা নেই সুশীলার', অন্তর্বর্তী সরকার প্রধান কার্কিকে তোপ প্রাক্তন ওলির

Published : Oct 21, 2025, 07:55 AM IST

KP Sharma Oli On Sushila: এবার নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কির সমালোচনায় সরব হলেন সেদেশেক প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা  ওলি। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন  সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
ওলির মুখে সুশীলার সমালোচনা

এবার প্রকাশ্য সাংবাদিক বৈঠক থেকে  নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তথা দেশের প্রাক্তন  প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি সুশীলা কার্কির সমালোচনায় সরব হলেন নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগের পর প্রথমবার কাঠমাণ্ডুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশীলার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানান তিনি।  

25
নেপালে বিক্ষোভের জন্য দায়ী সুশীলা?

কাঠমাণ্ডুতে সাংবাদিকদের মুখোমুখি  হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, ‘’দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার নেপালে সাধারণ নির্বাচন করানোর ব্যাপারে কোনওরকম পদক্ষেপ করছে না। সুশীলা কার্কির সরকার কোনও  রকম কারণ ছাড়াই আমাকে  গ্রেফতার করতে চাইছে।''

35
নির্বাচনে উদাসীন সুশীলা

তিনি  আরও বলেন, ‘’ক্ষমতায় এসে সুশীলা বলেছিলেন আগামী ছয় মাসের মধ্যে তিনি নেপালে নির্বাচন করাবেন। এবং তিনি যে ক্ষমতা আঁকড়ে বসে থাকবেন না সে কথাও জানিয়েছিলেন। কিন্তু জেন-জিদের বিক্ষোভে নির্বাচিত সরকার পতনের পর সুশীলার ভোট করানোর ব্যাপারে কোনও রকম সদিচ্ছা দেখা যাচ্ছে না।''  

45
সংসদ পুনর্গঠনের দাবি

রবিবার কাঠমান্ডুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওলি আরও জানান যে, ভেঙে যাওয়া হাউস পুনর্গঠন করতে হবে। সরকার পড়ে যাওয়ায় গোটা দেশে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে তা কড়া হাতে দমন করতে হবে। যদিও এই সমস্ত কোনও কিছুই সুশীলা করছে না বলে দাবি  করেছেন কেপি শর্মা ওলি। 

55
কী কারণে পদত্যাগ করেন ওলি?

নেপালে সমস্ত ধরণের সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে জেন-জি রা। তাদের সেই বিক্ষোভ ক্রমশ রূপ নেয় গণ আন্দোলনে। বিক্ষোভের আগুনে পুড়ে ছাই হয়ে যায় সেদেশের সুপ্রিম কোর্ট, সংসদ ভবন। অফিস-কাছাড়ি। শেষ পর্যন্ত চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। শাসনভার যায় অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলার হাতে। 

Read more Photos on
click me!

Recommended Stories