লুভর মিউজিয়ামে দুঃসাহসিক চুরির অভিযোগ, ফরাসী সংস্কৃতির উপর আঘাত নিয়ে কড়া বার্তা ম্যাক্রোঁর

Published : Oct 20, 2025, 03:27 PM IST

Louvre Museum News: প্যারিসে লুভর জাদুঘরে চুরির ঘটনায়  কী কী খোয়া গেল? এবার সেই তালিকা প্রকাশ করল ফ্রান্সের মন্ত্রী। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…  

PREV
15
লুভর জাদুঘরে দুঃসাহসিক চুরি

প্যারিসে লুভর মিউজিয়ামে চুরির ঘটনায় কোন কোন জিনিস খোয়া গেল তার সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে সেদেশের সংস্কৃতি মন্ত্রক। জানা গিয়েছে। প্যারিসের এই বিখ্যাত জাদুঘর থেকে মোট আটটি গয়না চুরি হয়ে গিয়েছে। লুভরের আপোলোঁ গ্যালারি থেকে দুস্কৃতীদের চুরি করা জিনিসের তালিকা প্রকাশ করল প্যারিস সরকার। 

25
কোন কোন জিনিস চুরি হয়েছে?

এই বিষয়ে ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রক সূত্রে খবর, লুভরের  আপোলোঁ গ্যালারি থেকে দুস্কৃতীরা মোট আটটি গয়না চুরি করেছে। তার মধ্যে রয়েছে সোনার মুকুট, টিয়ারা, দুল, নীলার নেকলেস । এছাড়াও নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজিনের ব্যবহৃত একটি দুর্মূল্যের মুকুট। 

35
কী বলছে প্রশাসন

আপোলোঁ গ্যালারি থেকে চুরির ঘটনায় ফ্রান্স প্রশাসন সূত্রে খবর, বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহাসিক এই জাদুঘরে চুরির ঘটনায় সব জিনিস নিয়ে পালাতে পারেনি চোরেরা। ইউজিনের ব্যবহৃত দুর্মূল্য মুকুট এবং রিজেন্ট হিরে নিয়ে যেতে পারেনি দুস্কৃতীরা। 

45
ফ্রান্সের ঐতিহ্যের উপর আঘাত

ইতিহাস বলছে, ১৬৬১ সালে চতুর্দশ লুই এই অ্যাপোলোঁ গ্যালারি তৈরি করিয়েছিলেন। সোনালি পাতা দিয়ে সাজানো হয়েছে জাদুঘরের দেওয়াল। জাদুঘরের অন্দরে রয়েছে দামী দামী জিনিস। সেখানেই রবিবার আচমকা দুস্কৃতীরা ঢুকে পড়ে। খোয়া যায় বহু মূল্যবান জিনিসপত্র। ঘটনায় শোরগোল এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয় মিউজিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকা পর্যটকদের মধ্যেও। ফ্রান্সের ঐতিহ্যবাহী এই মিউজিয়ামে চুরির ঘটনায় আঘাত হেনেছে প্যারিসের ঐতিহাসিক ঐতিহ্যে। 

55
কী বলছে ফ্রান্স সরকার

ঘটনার পরই দোষীদের কড়া সাজা দেওয়া হবে বলে জানিয়েছে ফ্রান্স সরকার। এই বিষয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমান্যুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, যারা এই ধরণের কাণ্ড ঘটিয়েছেন তাঁদের কাউকে রেয়াত করা হবে না। দোষীদের বিচার হবে। ফ্রান্সের ইতিহাস, ঐতিহ্যের উপর আঘাত হানা হয়েছে। 

Read more Photos on
click me!

Recommended Stories