- Home
- West Bengal
- West Bengal News
- ভাইফোঁটাতে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, কবে থেকে জাঁকিয়ে শীত? রইল আবহাওয়া দফতরের বিরাট আপডেট
ভাইফোঁটাতে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, কবে থেকে জাঁকিয়ে শীত? রইল আবহাওয়া দফতরের বিরাট আপডেট
WB Weather Forecast Update: বঙ্গে বর্ষা বিদায় যেন হয়েও হচ্ছে না। ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে সপ্তাহের মাঝামাঝি ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

বঙ্গে হাওয়া বদল
দীপাবলিতেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে আরও একটি নিম্নচাপ। ফলে এখনই জাঁকিয়ে ঠান্ডা নয়। বরং সপ্তাহের মাঝামাঝি ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
আজকের আবহাওয়ার আপডেট
নিম্নচাপের জেরে ফের বঙ্গে শীত প্রবেশে তৈরি হয়েছে বাধা। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে মঙ্গলবার নাগাদ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে বৃহস্পতিবার-শুক্রবার থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও তা পরে তামিলনাড়ু-অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস। ২৪ অক্টোবর শুক্রবার বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে ভারী নয়। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার সহ বেশকিছু জেলায়। তবে সপ্তাহান্তে বাড়বে বৃষ্টির পরিমাণ। শনিবার ও রবিবার রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কবে থেকে পড়বে শীত?
অনেকেই মনে করেছিল যে, উৎসবের মরশুম শেষ মানেই এবার কাঁথা-কম্বল বের করার পালা। বঙ্গে জাঁকিয়ে পড়বে শীত। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের কারণে এখনই বঙ্গে জাঁকিয়ে পড়বে না শীত। আপাতত দক্ষিণবঙ্গের আকাশ পরিস্কার থাকলেও এই মুহুর্তে শীত পড়ার সম্ভাবনা নেই।

