Gangster Killed: কানাডায় দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু খালিস্তানি গ্যাংস্টারের, আরও বাড়তে পারে ভারত-কানাডা টানাপোড়েন?

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েনকে আরও একটু উস্কে দিয়ে মৃত্যু হল এক খলিস্তানপন্থী গ্যাংস্টারের।

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েনকে আরও একটু উস্কে দিয়ে মৃত্যু হল এক খালিস্তানপন্থী গ্যাংস্টারের। জানা যাচ্ছে গ্যাংওয়ারের ফলে মৃত্যু হয়েছে এই খালিস্তানি গ্যাংস্টারের। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে দুই গোষ্ঠীর লড়াইয়ের ফলেই মারা গিয়েছেন গ্যাংস্টার সুখদুল সিংহ ওরফে সুখা ডুনেকা। উল্লেখ্য নিহত গ্যাংস্টার সুখদুল সিংহ ওরফে সুখা ডুনেকা ছিল খলিস্তানি জঙ্গি আর্শদীপ সিংহ ওরফে আর্শ ডালার ঘনিষ্ঠ। এই আর্শদীপকে বহুদিন ধরেই হাতে পেতে মরিয়া ভারত।

২০১৭ সালে ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট তৈরি করে দেশ ছেড়েছিলেন আদতে পঞ্জাবের বাসিন্দা সুখদুল। তাঁর বিরুদ্ধে নথিবদ্ধ ছিল সাতটি অপরাধের মামলা। সুখদুলকে পালাতে সাহায্য করার অভিযোগে পঞ্জাবের মোগা অঞ্চলের দুই পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়। ২০২৩ সালে কানাডার উইনিপেগ শহরে মৃত্যু হল গ্যাংস্টার সুখদুলের।

Latest Videos

ইতিমধ্যেই সুখদুল-হত্যার দায় স্বীকার করেছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। বিষ্ণঘ গ্যাংয়ের তরফে একটি ফেসবুক পোস্ট করা হয়েছে। এই পোস্টে লেখা রয়েছে, 'পাপের শাস্তি' পেয়েছেন সুখদুল। এর আগে খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনায় কানাডা সরকার অভিযোগ জানিয়েছিলেন যে ভূমিকা ছিল ভারতীয় গুপ্তচর সংস্থার। সোমবারই অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রীর এই বিবৃতির পরই আরও জটিল হয় ভারত-কানাডা সম্পর্ক। বহিষ্কার করা হয় কানাডার এক ভারতীয় কূটনীতিককেও।

Share this article
click me!

Latest Videos

'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul
জেলের ভিতর কতটা কষ্ট দেওয়া হচ্ছে চিন্ময় প্রভুকে? খোলসা করে সব বললেন Suvendu Adhikari
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা