এখন থেকে মা হলেই সরকার দেবে বিপুল অঙ্কের টাকা? শর্ত মানলেই হাতে নগদ, সন্তান থাকবে সুখে

কমবয়সী ছেলেমেয়েদের বিয়ের পরেই সুবর্ণ সুযোগ। 

আসলে পরিবার পরিকল্পনায় উৎসাহ জোগাতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। সুস্থ সন্তান জন্ম দিলেই হাতে আসতে পারে বিরাট অঙ্কের টাকা। তবে বয়স হতে হবে ২৫ বছরের কম। কম বয়সে মা হলেই এমনই পুরস্কার দেবে প্রশাসন। তবে ভারতে নয়।

এমনই একটি প্রস্তাব দেওয়া হচ্ছে রাশিয়ার এক শহরে। হাল আমলে চিন এবং জাপানও দেশের জনসংখ্যা বাড়াতে একাধিক উদ্যোগ নিচ্ছে। আর তারই মাঝে নবতম সংযোজন হল রাশিয়ার এই উদ্যোগ। জনসংখ্যা বৃদ্ধি করার প্রচেষ্টায় এই পদক্ষেপ নিল রাশিয়ার এক শহর। দ্য মস্কো টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শুধু মা হলেই হবে না।

Latest Videos

আরও বেশ কতগুলি শর্ত রয়েছে টাকা পাওয়ার জন্য। সেগুলি যদি মিলে যায়, তাহলেই বিরাট পুরস্কার। প্রসঙ্গত, এর আগেও জনসংখ্যা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নিয়েছে চিন এবং জাপান। আর এবার রাশিয়া। অল্পবয়সী মেয়েরা মা হলেই তাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ১০০,০০০ রুবেল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮১ হাজার টাকা।

তবে এই অর্থ পেতে গেলে শুধু মা হলেই হবে না, মানতে হবে একাধিক শর্তাবলী। আবেদনকারীকে অবশ্যই সেখানকার কোনও বিশ্ববিদ্যালয় অথবা কলেজে পূর্ণ সময়ের পড়ুয়া হতে হবে। অবশ্যই ২৫ বছরের কমবয়সী হতে হবে। সেইসঙ্গে, রাশিয়ান শহর করেলিয়ার বাসিন্দাও হতে হবে। গত ২০২৪ সালের প্রথমার্ধে মাত্র ৫,৯৯,৬০০ জন শিশুর জন্ম হয়েছিল রাশিয়ায়। ইদানিং সেই দেশে জন্মহার খুব নিম্নস্তরে গিয়ে পৌঁছেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই পরিস্থিতিকে 'জাতির ভবিষ্যতের জন্য বিপর্যয়কর' বলেও উল্লেখ করেছেন। সেই নির্দেশিকায় স্পষ্টভাবেই বলা হয়েছে যে, কোনও প্রসূতি যদি মৃত সন্তানের জন্ম দেন, তাহলে বোনাস পাওয়া যাবে না। তবে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমের জন্য শিশুটির মৃত্যু হলে অর্থ দেওয়া হবে কি না বা টাকা প্রত্যাহার করা হবে কিনা, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি।

এমনকি, এটাও স্পষ্ট নয় যে, কোনও শিশু যদি অক্ষমতা নিয়ে জন্মায়, তাহলে কী হবে। শিশুর যত্ন এবং মাসের প্রসবোত্তর চিকিৎসার জন্য প্রশাসন সাহায্য করবে কিনা, তার কোনও উল্লেখ নেই আপাতত। অন্যদিকে, রাশিয়ার অন্যান্য অঞ্চলগুলিতেও যুবতী মহিলাদের সন্তান ধারণে উৎসাহিত করার জন্য অনুরূপ প্রস্তাব দেওয়ার কথাও ভাবা হচ্ছে। মধ্য রাশিয়ার শহর টমস্কেও একই নিয়ম জারি করা হয়েছে বলে জানা গেছে।

সেই প্রতিবেদনের দাবি, রাশিয়ার ১১টি আঞ্চলিক সরকার সন্তান জন্মদানে মহিলা শিক্ষার্থীদের এভাবে আর্থিক উৎসাহ দানের পথ নিয়েছে। রাশিয়া সরকার মাতৃত্বকালীন অর্থ প্রদানও বাড়িয়ে দিয়েছে অনেকটাই। একদিকে রাশিয়ায় উল্লেখযোগ্যভাবে জন্মহার কমেছে। ওদিকে প্রাপ্তবয়স্কদের মৃত্যুহার বেড়েছে এবং দেশত্যাগও করছে দেশের যুবরা। আর ঠিক এইসব কারণেই রাশিয়ার জনসংখ্যা অনেকটা হ্রাস পাচ্ছে।

এছাড়া ইউক্রেন যুদ্ধের আবহে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে খবর। তাই রাশিয়া সরকার নগদ টাকা দিয়ে এবং আবাসন সহায়তা সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে জন্মহার বাড়ানোর চেষ্টা করছে।

কিন্তু এই নির্দিষ্ট পরিমাণ অর্থ পেতে গেলে শুধু মা হলেই হবে না। তার সঙ্গে মানতে হবে একাধিক শর্ত। আবেদনকারীকে অবশ্যই সেখানকার কোনও বিশ্ববিদ্যালয় অথবা কলেজে পূর্ণ সময়ের পড়ুয়া হতে হবে। অবশ্যই ২৫ বছরের কমবয়সী হতে হবে। সেইসঙ্গে, রাশিয়ান শহর করেলিয়ার বাসিন্দাও হতে হবে। গত ২০২৪ সালের প্রথমার্ধে মাত্র ৫,৯৯,৬০০ জন শিশুর জন্ম হয়েছিল রাশিয়ায়। ইদানিং সেই দেশে জন্মহার খুব নিম্নস্তরে গিয়ে পৌঁছেছে।

শর্তগুলি যদি মিলে যায়, তাহলেই বিরাট পুরস্কার। প্রসঙ্গত, এর আগেও জনসংখ্যা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নিয়েছে চিন এবং জাপান। আর এবার রাশিয়া। অল্পবয়সী মেয়েরা মা হলেই তাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ১০০,০০০ রুবেল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮১ হাজার টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ওদের চোখের জলে ধ্বংস হয়ে যাবে মমতা' | Suvendu Adhikari | #shorts | #shortsvideo | #shortsfeed |
'ঋণ নিয়ে দান খয়রাতি করছে মমতা' | Suvendu Adhikari | #shorts | #shortsvideo | #shortsfeed |
Rashifal Today : মকর সংক্রান্তিতে আপানার ভাগ্য কি বলছে? দেখুন আজকের রাশিফল | Makar Sankranti 2025
'ওদের চুলকানি হয়েছে, ভারত ওষুধ দিয়ে দেবে' | Suvendu Adhikari | #shorts |
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti