Hamas: গাজায় হামাসের প্রধান মহম্মদ সিনওয়ার খতম, জানালেন বেঞ্জামিন নেতানিয়াহু

Published : May 28, 2025, 09:01 PM ISTUpdated : May 28, 2025, 09:24 PM IST
Hamas: গাজায় হামাসের প্রধান মহম্মদ সিনওয়ার খতম, জানালেন বেঞ্জামিন নেতানিয়াহু

সংক্ষিপ্ত

Mohammad Sinwar killed: গাজায় (Gaza) ফের হামাসের (Hamas) বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে ইজরায়েলের (Israel) সেনাবাহিনী। হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে সর্বাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (Israel Defense Forces)।

Mohammad Sinwar eliminated: গাজায় (Gaza) হামাসের (Hamas) প্রধান মহম্মদ সিনওয়ার (Mohammad Sinwar) নিহত। এমনই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তিনি বুধবার নিশ্চিত করেছেন যে গাজায় হামাসের প্রধানকে খতম করা হয়েছে। ইজরায়েলের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীদের তালিকায় অন্যতম ছিল গাজার হামাস প্রধান। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মহম্মদ সিনওয়ার। আগেই ইয়াহিয়া সিনওয়ারকে খতম করেছে ইজরায়েলের সেনাবাহিনী (Israel Defense Forces)। এর আগে ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা সম্ভবত মহম্মদ সিনওয়ারকে হত্যা করেছে। এবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, দক্ষিণ গাজায় অবস্থিত ইউরোপিয়ান হাসপাতালের নীচে নির্মিত হামাসের কমান্ড সেন্টারে আত্মগোপন করেছিল মহম্মদ সিনওয়ার। তবে সেখানেও সে রক্ষা পায়নি। ইজরায়েলের সেনাবাহিনী তাকে হত্যা করেছে। এই হামলায় হামাসের রাফা ব্রিগেডের কমান্ডার মহম্মদ শাবানাও নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

গাজায় বড় সাফল্য ইজরায়েলের

২০২৩ সালের অক্টোবরে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর মহম্মদ সিনওয়ার গাজা দক্ষিণে হামাসের উচ্চ পদে আসীন হয়। ইয়াহিয়া সিনওয়ার ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের উপর ভয়াবহ হামলার মাস্টারমাইন্ড ছিল। এর পাল্টা ইজরায়েলের সেনাবাহিনী গাজায় হামলা চালায়। এরপর থেকে যুদ্ধ চলছে। মহম্মদ সিনওয়ার দীর্ঘদিন ধরে হামাসের সামরিক শাখার অংশ ছিলে। তাকে সিনিয়র কমান্ডারদের একজন হিসেবে বিবেচনা করা হত। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর মহম্মদ সিনওয়ারের পদমর্যাদা বেড়ে যায়। তবে দুই ভাইয়ের একই পরিণতি হল।

হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে ইজরায়েল

হামাস এখনও ইজরায়েলের বেশ কয়েকজন নাগরিককে পণবন্দি করে রেখেছে। কিছুদিন যুদ্ধবিরতি চললেও, সব পণবন্দিকে ছাড়েনি হামাস। এই কারণে ফের গাজায় আক্রমণ শুরু করেছে ইজরায়েলের সেনা। সিনওয়ার ভাইদের পাশাপাশি হামাসের মিলিটারি কমান্ডার মহম্মদ দেইফ (Mohammad Deif), রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েকেও (Ismail Haniyeh) খতম করেছে ইজরায়েল। এখনও গাজায় অভিযান চলছে। হামসাকে ধ্বংস করে দেওয়াই ইজরায়েলের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IND vs SA - একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণর দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে